শিবসা নদী
শিবসা নদীতে ফ্লাইঅ্যাশবোঝাই জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার
খুলনার শিবসা নদীতে তলা ভেটে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাই-অ্যাশ বোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটির তলা ফেটে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।
নলিয়ান নৌ থানার পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে নাবিকদের উদ্ধার করেন।
শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
লাইটার জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাই-অ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২০ ট্রলারসহ ২৫০ জেলে নিখোঁজ
পশুর নদীতে সিমেন্টের ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি
১১ মাস আগে
খুলনায় হরিণ ধরার ফাঁদসহ গ্রেপ্তার ৩
খুলনার কয়রায় হরিণ শিকারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার শিবসা নদীর মারকীরখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন বিভাগের কর্মকর্তারা।
এ সময় তাদের কাছ থেকে ২ বস্তা হরিণ ধরার ফাঁদ, নৌকা ও হরিণ ধরার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দের দাবি করেন তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫), মইদুল সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)। আটকের পর তাদেরকে কয়রা উপজেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে ৬০ হরিণ ‘শিকারি’ আটক
জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন ও নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল কয়রার মারকীরখাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হরিণ ধরার ফাঁদ, নৌকা ও অন্যান্য সরঞ্জামাদিসহ পাইকগাছার ওই তিন চোরা শিকারিদের আটক করেছে।
আরও পড়ুন: বরগুনায় ৮শ’ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
এ ব্যাপারে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, হরিণ শিকারের বিভিন্ন মালামালসহ পাইকগাছার তিন চোরা শিকারিকে কয়রা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধনের অপরাধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে
পাইকগাছার শিবসা নদী মৃতপ্রায়, তৎপর ভূমিদস্যুরা
খুলনার পাইকগাছায় পৌরসভার কোল ঘেঁষে প্রবাহিত শিবসা নদীটি পলি জমে এখন মৃতপ্রায়। পানি নিষ্কাশনের কোনো উপায় না থাকায় সামান্য বৃষ্টি হলে বা নদীতে জোয়ারের পানি বাড়লেই পৌর সদর তলিয়ে যায়।
৪ বছর আগে