চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৪টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে আরও ১০৬ জন যাদের মধ্যে নগরীতে ৮৭ জন এবং উপজেলার ১৯ জন।
সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: করোনার দুর্দিনে জনগণের পাশেই আছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৮০ জনে। করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে নগরীতে ৫ জন এবং উপজেলার ২ জন। চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি পালনে উদাসীন হলে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা মন্ত্রীর
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৬ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এতে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৮০ জনে। যাদের মধ্যে নগরে ৪০ হাজার ২৯৯ জন এবং উপজেলার ৯ হাজার ৯৮১ জন। এসময় করোনা রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫ জনে। মৃতদের মধ্যে নগরে ৩৯৬ জন এবং উপজেলার ১৩৯ জন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ১৫ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃতদের মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে।
গতকাল ১ হাজার ২৬ টি নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩০২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হলো ৪৬ হাজার ৬৮২ জন। নতুন আক্রান্ত দের মধ্যে নগরীর ২২৬ আর উপজেলার ৭৬ জন রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত
শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করে ৭৬ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৬১ টি নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭০ টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় চট্টগ্রামের শিল্পপতি মাহমুদ আলী’র মৃত্যু
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৫৮ নমুনা পরীক্ষায় ৪১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনায় ১২ জনের করোনা শনাক্ত হয়।
৩ বছর আগে
করোনাভাইরাস: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪১৭
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু এবং নতুন করে ৪১৭ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৭০৮ জনে।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু
বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন ৪১৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম শহরের ৩০৬ জন এবং উপজেলায় রে ১১১ জন রোগী রয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের আট ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ১০১ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হন ৬৬ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৬৮ জন ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন শনাক্ত হয়।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ২৬ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করেনা পজিটিভ পাওয়া যায়।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে একদিনে মারা গেলেন ৯ জন
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
৩ বছর আগে