চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
কুতুবদিয়ায় মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ১৪ জেলে দগ্ধ
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৪ জেলে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আট জেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দগ্ধ হওয়া জেলেদের প্রথমে কুতুবদিয়া হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান জানিয়েছেন, দ্বীপের একমাত্র স্বাস্থ্য কেন্দ্রে ১৪ জেলেকে চিকিৎসার জন্য আনার পর ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অপর আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে।
গুরুতর আহতরা হলেন, সাইফুল ইসলাম (২৪), ফরিদুল আলম (৪৩), নৌকার মাঝি মামুন (২৪), জিসাদ (২৪), মিনহাজ (১৭), সাদ্দাম (২০), নুরুল হোছাইন (৩৫), দিলশাদ (১৭)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নুল আবেদীন জানান, দগ্ধদের মধ্যে সাইফুলের শরীরের ৮১ শতাংশ, ফরিদের ৬৪ শতাংশ, নুরুল হোসাইনের ৫৫ শতাংশ, মিনহাজের ৪৮ শতাংশ, দিলশাদের ৪৭ শতাংশ, জিশাদের ৪৭ শতাংশ, মামুনের ১৪ শতাংশ ও সাদ্দামের শরীরের ১১ ঝলসে গেছে।
আরও পড়ুন: লঞ্চের ছাদে ডিজে পার্টি: একজনের মৃত্যু, দগ্ধ ১৫
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দশটার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নস্থ অলি পাড়ার আনছার মিস্ত্রির মালিকানাধীন এফ,বি মায়ের দোয়া নামের নৌকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তীরে ফিরছিল। ইঞ্জিন থেকে সৃষ্ট আগুনের ফুলকি নৌকায় মজুদ থাকা জ্বালানি তেলের ড্রামে লাগলে আগুনের সূত্রপাত হয়। এ সময় জেলেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে আগুনের তাপে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন ১৪ জন জেলে। বাকিরা সাগরে লাফ দিলে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা নৌকার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং স্থানীয় প্রশাসনকে জানান। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক দগ্ধ আট জেলের অবস্থা আশংকাজনক হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ৪৩ দস্যুর আত্মসমর্পণ
স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ঘটনাস্থল পরিদর্শন দগ্ধদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নূরের জামান চৌধুরী ও কুতুবদিয়া থানার ওসি মুহাম্মদ ওমর হায়দার জানান, দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের উদ্যোগে চমেক হাসপাতালে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা পাঠানোর জন্য স্হানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ২
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১৬ জন। গতকাল মৃতদের মধ্যে নগরীর ৫ জন ও বিভিন্ন উপজেলার ৩ জন রয়েছে। এ পর্যন্ত নগরীতে মোট মৃত্যু হয়েছে ৩৮২ জনের ও উপজেলার ১৩৪ জন।
বিগত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষায় ১ হাজার ২৩০ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৭২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ৭ জনের
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫৫ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে চারজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে একদিনে করোনায় আরও ১১ জনের মৃত্যু
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন।
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃতদের মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে।
গতকাল ১ হাজার ২৬ টি নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩০২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হলো ৪৬ হাজার ৬৮২ জন। নতুন আক্রান্ত দের মধ্যে নগরীর ২২৬ আর উপজেলার ৭৬ জন রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত
শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করে ৭৬ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৬১ টি নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭০ টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় চট্টগ্রামের শিল্পপতি মাহমুদ আলী’র মৃত্যু
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৫৮ নমুনা পরীক্ষায় ৪১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনায় ১২ জনের করোনা শনাক্ত হয়।
৩ বছর আগে
করোনাভাইরাস: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪১৭
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু এবং নতুন করে ৪১৭ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৭০৮ জনে।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু
বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন ৪১৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম শহরের ৩০৬ জন এবং উপজেলায় রে ১১১ জন রোগী রয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের আট ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ১০১ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হন ৬৬ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৬৮ জন ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন শনাক্ত হয়।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ২৬ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করেনা পজিটিভ পাওয়া যায়।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে একদিনে মারা গেলেন ৯ জন
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
৩ বছর আগে