অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর
সাবেক আইনমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদ্য নির্বচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সিদ্ধান্ত নেন। পরে সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু এমপি ১৪ এপ্রিল বিকাল ৪টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। মরহুম সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মতির খসরুর প্রতি শ্রদ্ধার্থে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।’
আরও পড়ুন: সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন
গত ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ওপর ১৩ মার্চ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরু বিপুল ভোটের ব্যবধানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি নিবর্চাচিত হন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত আব্দুল মতিন খসরু আইসিইউতে
তিনি গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি খসরু, সম্পাদক কাজল নির্বাচিত
গত ২৮ মার্চ রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেয়া হয়। পরে ১ এপ্রিল তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। গত ৩ এপ্রিল অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে সিএমএইচের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। ৬ এপ্রিল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেয়া হয়।
১৩ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ১৪ এপ্রিল বিকালে তিনি মারা যান।
৩ বছর আগে