বিষ্ণু মূর্তি
রাণীশংকৈলে ৪ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের সদৃশ্য বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামরাডাঙ্গী এলাকার মমতাজ আলীর পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে বিষ্ণু মূর্তিটি উঠে আসে। মাছ ধরা শ্রমিকরা সেটি ইটের কোনো বস্তু ভেবে ফেলে দেয়। পরে ওই পুকুর লিজ নেওয়া মালিক শাহারিয়ার বিপ্লব মুর্তিটি পরিস্কার করে লুকিয়ে রাখেন। পরে এটি এলাকার লোকজনের মাঝে জানাজানি হয়ে গেলে পুকুর মালিক মমতাজ আলী পরে সেটি তার বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে পরে পুলিশ গিয়ে ওই মূর্তিটি মমতাজ আলীর বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মমতাজ আলীর পুকুরে মাছ ধরা সময় শ্রমিকরা একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির সন্ধান পায়। মঙ্গলবার সকালে ওই পুকুরে জাল টেনে তোলার সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের সেই বিষ্ণু মূর্তিটি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেটি দেখতে ভীড় জমায়। এরপর এলাকার লোকজন থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়। মূর্তিটির ওজন ৪ কেজি ১০০ গ্রাম।
ওসি আরও জানান, আপাতত মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হবে।
আরও পড়ুন: দিনাজপুরের বিরলে বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পুকুর খননের সময় উদ্ধার কৃষ্ণমূর্তি
৯ মাস আগে
নওগাঁয় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে খেলনা ইউনিয়নের লোদিপুর (দক্ষিণপাড়া) এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের বদরুদ্দীনের ছেলে হেলাল উদ্দিন (৬০) ও একই উপজেলার আকবরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে কাউছার আলী ৪০ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ হেলাল উদ্দিন ও আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা কাউছার আলী ও তার স্ত্রী সুমি খাতুন পালিয়ে যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রায় ৫৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ওসি জানান, উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ৪০ কেজি এবং আনুমানকি মূল্য ২০ কোটি টাকা। এ ব্যাপারে ধামইরহাট থানায় আটককৃত এবং পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের মাটি খনন করার সময় প্রায় শত বৎসরের পুরাতন বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন ইট ভাটায় এটি পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, ‘জামুন ইট ভাটার’ মালিক হবিবর রহমান ভাটার ইট তৈরির জন্য জামুন গ্রামের মৃত কৃষাণ মেম্বারের ছেলে যগেন পালের কাছ থেকে পুকুরের মাটি ক্রয় করেন। পুকুরে মেশিন দিয়ে মাটি কেটে ট্রলিতে করে ভাটায় নিয়ে আসে শ্রমিকরা। ভাটার শ্রমিকরা মাটি কাটার সময় একটি বিষ্ণু মূর্তি পায় এবং ভাটার মালিকের ছেলে জামিল চৌধুরীর কাছে জমা দেন।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
এলাকাবাসী আরও জানায়, জামিল চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হরিপুর থানার ওসি মো.আওরঙ্গজেবকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে আসে।
হরিপুর থানার ওসি মো. আওরঙ্গজেব বলেন, এটি সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিষ্ণু মূর্তি হতে পারে। এটি কিসের তৈরি বা এর মূল্য কত তা বলা সম্ভব নয়। এটি পরীক্ষার জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
মূর্তি পাওয়ার বিষয়টি ভাটার মালিক হবিবর রহমান এবং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় কষ্টি পাথরসহ ২ পাচারকারী আটক
৩ বছর আগে