সনাতন ধর্মীয়
ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের মাটি খনন করার সময় প্রায় শত বৎসরের পুরাতন বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন ইট ভাটায় এটি পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, ‘জামুন ইট ভাটার’ মালিক হবিবর রহমান ভাটার ইট তৈরির জন্য জামুন গ্রামের মৃত কৃষাণ মেম্বারের ছেলে যগেন পালের কাছ থেকে পুকুরের মাটি ক্রয় করেন। পুকুরে মেশিন দিয়ে মাটি কেটে ট্রলিতে করে ভাটায় নিয়ে আসে শ্রমিকরা। ভাটার শ্রমিকরা মাটি কাটার সময় একটি বিষ্ণু মূর্তি পায় এবং ভাটার মালিকের ছেলে জামিল চৌধুরীর কাছে জমা দেন।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
এলাকাবাসী আরও জানায়, জামিল চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হরিপুর থানার ওসি মো.আওরঙ্গজেবকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে আসে।
হরিপুর থানার ওসি মো. আওরঙ্গজেব বলেন, এটি সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিষ্ণু মূর্তি হতে পারে। এটি কিসের তৈরি বা এর মূল্য কত তা বলা সম্ভব নয়। এটি পরীক্ষার জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
মূর্তি পাওয়ার বিষয়টি ভাটার মালিক হবিবর রহমান এবং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় কষ্টি পাথরসহ ২ পাচারকারী আটক
৩ বছর আগে