ফুসফুসে সংক্রমণ
খালেদার প্রেসক্রিপশনে নতুন ওষুধ যুক্ত করলেন চিকিৎসকরা
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মেডিকেল টিম শুক্রবার তার সিটি স্ক্যান প্রতিবেদন পর্যালোচনা করে চিকিত্সায় একটি নতুন ওষুধ যুক্ত করেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
ইউএনবির সাথে আলাপকালে তিনি বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তারা খালেদা জিয়ার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়েছেন।
আরও পড়ুন: মৃদু জ্বরে ভুগছেন খালেদা, অবস্থা এখনও স্থিতিশীল: ডাক্তার
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, 'স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ চিকিত্সক দলের সদস্যরা এই প্রতিবেদনটি পর্যালোচনা করেছেন এবং তার আগের প্রেসক্রিপশনে নতুন একটি ওষুধ যুক্ত করেছেন।'
তিনি জানান, সংক্রমণের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের সাথে সাথে খালেদাকে তার গুলশানের বাসায় নিবিড় পর্যবেক্ষণে রেখেছে তারা।
এই চিকিত্সক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে তার শাশুড়ির চিকিত্সা প্রক্রিয়া তদারক করছেন।
সিটি স্ক্যানের প্রতিবেদন অনুসারে তিনি বলেন, খালেদার ফুসফুসে খুব সামান্য সংক্রমণ পাওয়া গেছে। 'ম্যাডামের অবস্থা এখনও স্থিতিশীল।'
তিনি জানান, খালেদা তার দ্রুত সুস্থতার জন্য জনগণকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে খালেদাকে এভারকেয়ার হাসপাতালে এইচআরসিটি স্ক্যান পরীক্ষা করানো হয়।
আরও পড়ুন: খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত
উল্লেখ্য, গত শনিবার খালেদা জিয়া ও তার বাসায় আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত বছরের ২৫ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধেই তাকে ছয় মাসের জন্য নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়। পরে, সরকার তার মুক্তির মেয়াদ দু'বার বাড়িয়েছে।
৩ বছর আগে