বিসিবি পরিচালক
খালেদ মাহমুদ করোনা পজিটিভ
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজে টিম লিডার’ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল বিসিবি পরিচালক মাহমুদের।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘খালেদ মাহমুদের করোনা পজিটিভ এসেছে এবং তিনি জৈব সুরক্ষা বলয়ে যোগ দেন নি।'
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
এদিকে, রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩ বছর আগে
করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে ভর্তি
বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচলাক আকরাম খান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার চিকিৎসকের পরামর্শে তার হাসপাতালে ভর্তিল খবর ইউএনবিকে নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী।
গত শনিবার (১০ এপ্রিল) আকরাম খানের করোনা পজিটিভ ধরা পরে। এরপর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন।
সাবেক এই অধিনায়কের পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই আকরাম খান কাশির সমস্যায় ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হলেন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক আকরাম খান
এদিকে, করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগের খেলা।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকার ১৪ - ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে। এর আগে ৫ এপিল (সোমবার) থেকেই দেশে লকডাউন চলে আসছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটি ছিল একদিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
৩ বছর আগে