নির্জন
লকডাউনের তৃতীয় দিন: ঢাকার বেশিরভাগ রাস্তা নির্জন
প্রথম দুই দিনের তুলনায় দেশব্যাপী 'কঠোর' লকডাউনের তৃতীয় দিনে রাজধানী ঢাকার বেশিরভাগ রাস্তা ছিল নির্জন।
লকডাউনের প্রথম দিনগুলোতে শহরের রাস্তায় রিকশা চলাচল করতে দেখা গেলেও আজ খুব কমই ছিল।
আরও পড়ুন: রাঙামাটিতে ঢিলেঢালাভাবে চলছে তৃতীয় দিনের লকডাউন
নিউ এয়ারপোর্ট রোডে কাকলি ও বনানী, গুলশান-১, গুলশান-২, প্রগতি সরণি, মেরুল বাড্ডা ও রামপুরা এলাকায পরিদর্শন করে ইউএনবির সংবাদদাতা বিভিন্ন প্রাইভেট কার ও অন্যান্য ব্যক্তিগত যানবাহন রাস্তায় চলতে দেখেছে।
মহাখালী এলাকার ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান জানান, ছুটির দিনে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রিকশার সংখ্যাও বেশ কম।
শুক্রবার প্রধান সড়কগুলোতে সকল দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে।
চেকপোস্টগুলোতে আইন প্রয়োগকারীদের প্রথম দু'দিনের মতো মানুষকে আটকাতে হয়নি।
আরও পড়ুন: যেমন গেল লকডাউনের দ্বিতীয় দিন
তবে, জুমার নামাজে বিপুল সংখ্যক মুসলিম অনুসারীদের অংশ নিতে দেখা গেছে। দোকান ও শপিংমল বন্ধ ছিল।
তবে, কাঁচা বাজারগুলো যথারীতি খোলা থাকলেও তারা সরকারি নির্দেশনা লঙ্ঘন করে খোলা জায়গায় বাজার বসায় নি। এছাড়াও, অনেককে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা গেছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটি ছিল একদিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ভাবে ৪ হাজার ৪১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে।
করোনার সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের দেয়া ঘোষণা অনুযায়ী বুধবার থেকে সারাদেশে আট দিনব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয় এবং ১৮ মার্চে দেশে প্রথম মৃত্যু রেকর্ড করা হয়।
৩ বছর আগে