রিফাত সুলতানা
করোনায় ৭১ টিভির সাংবাদিকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা শুক্রবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
৩২ বছর বয়সী এই সাংবাদিক গর্ভাবস্থা সম্পর্কিত জটিলতায় ভুগছিলেন।
৭১ টেলিভিশন চ্যানেলের বিশেষ সংবাদদাতা পারভেজ রেজা ইউএনবিকে বলেন, ‘রিফাতের স্বামী এবং শাশুড়িও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সিজারের মাধ্যমে তার সন্তানের জন্ম হয়েছে এবং নবজাতককে নগরীর অন্য একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।
৭১ টেলিভিশন চ্যানেলও তাদের ফেরিফায়েড ফেসবুক পেজে রিফাতের মৃত্যুর সংবাদ শেয়ার করেছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটি ছিল একদিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
এর আগে গত বৃহস্পতিবার ৯৪ জন এবং বুধবার ৯৬ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ভাবে ৪ হাজার ৪১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। নতুন সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭০৭টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৩৬ শতাংশ এবং এ পর্যন্ত ১৩.৮৬ শতাংশ। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪.৭০ শতাংশ।
৩ বছর আগে