কিউবার প্রেসিডেন্ট
মিশন শেষ: পদত্যাগ করলেন কিউবার রাউল কাস্ত্রো
কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন রাউল কাস্ত্রো। তার এই পদত্যাগের মাধ্যমেই দেশটিতে দীর্ঘ ছয় দশক পর কাস্ত্রো পরিবারের শাসনের অবসান ঘটতে চলেছে।
৮৯ বছয় বয়সী রাউল শুক্রবার কমিউনিস্ট পার্টির অষ্টম সম্মেলনে তার পদত্যাগের কথা সকলকে জানান। তিনি বলেন, 'আমি মনে করি আমার মিশন শেষ হয়েছে এবং দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত।'
যদিও রাউল কাস্ত্রো তার উত্তরসরী কে হবেন একথা উল্লেখ করেননি।
আরও পড়ুন: হুতি হামলায় সৌদির জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন
তবে ধারণা করা হচ্ছে, দেশ শাসনের ভার পেতে চলেছেন ৬০ বছর বয়সী মিগুয়েল ডিয়াজ-কানেল। তিনি ২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।
১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো, পরে তার ভাই রাউল কাস্ত্রোর পর প্রথমবারের মতো কিউবানরা কাস্ত্রো পরিবারের বাইরে নেতৃত্ব পেতে চলেছেন। এই নিয়ে সংশয়ে আছে কিউবানরা।
করোনা মহামারি, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং আমেরিকান নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতিতে ধস নামছে।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালের অভ্যুত্থানের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে কিউবা শাসন শুরু করেন। ২০০৬ সালে অসুস্থ হয়ে পড়লে ফিদেল কাস্ত্রো ছোট ভাই রাউল কাস্ত্রোকে ২০০৮ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন।
বড় ভাইয়ের সাথে অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া রাউল ২০১১ সালে দলের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালে মৃত্যু হয় মহান নেতা ফিদেল কাস্ত্রোর।
৩ বছর আগে