বন্দুকধারী
ক্যালিফোর্নিয়ার বাইকার বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বাইকার বারে গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও মারা গেছেন বলে জানিয়েছেন অরেঞ্জ কাউন্টি শেরিফের কর্মকর্তারা।
জানা গেছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে অরেঞ্জ কাউন্টির গ্রামীণ ট্রাবুকো ক্যানিয়নের কুকস কর্নারে গুলি চালানো হয়।
টুইটারে এক পোস্টে শেরিফ বিভাগ জানিয়েছে, আহত আরও ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন।
শেরিফ বিভাগ রাত ৯টার পর ‘কুকস কর্নারে ঘটনার দৃশ্যটির বর্ণনা’ দিয়ে টুইটার পোস্ট করেছে।
আরও পড়ুন: কলাম্বাইন থেকে ন্যাশভিল: যুক্তরাষ্ট্রে স্কুলে গণবন্দুক হামলায় নিহত ১৭৫
কুকস কর্নার পানীয় -এর জন্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাইকার সম্প্রদায়ের কাছে জনপ্রিয়। অনেক মোটরসাইকেল আরোহী এবং উৎসাহী সেখানে সাপ্তাহিক রাতে এবং সপ্তাহান্তে লাইভ মিউজিক, ওপেন-মাইক নাইট কিংবা দীর্ঘ যাত্রার পরে শুধুমাত্র একটু ঠান্ডা বিয়ারের জন্য জড়ো হন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
গুলির কয়েক ঘন্টা আগে বিকালে বেশ কয়েকজন পৃষ্ঠপোষক পানীয় এবং খাবারের জন্য থেমেছিলেন। মোটরসাইকেল এবং বাইকের সারি নুড়ি প্রবেশদ্বার সাজানো যেখানে ফলকগুলো ১৮৮৪ সালে নির্মিত বারটির বহুতল ইতিহাস বর্ণনা করে।
বুধবার সন্ধ্যায় কয়েক ডজন টহল গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক টুইটে জানিয়েছে, ‘তিনি গুলির ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং আরও বিস্তারিত জানার জন্য স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছেন।’
আরও পড়ুন: চীন-রাশিয়াকে ছাড়াই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারে বেসামরিক হত্যার নিন্দা জানাল
সৌদি আরবে মার্কিন কনস্যুলেটে বন্দুকধারীর গুলিতে নিহত ২
সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট জেনারেলে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেলে এই ঘটনা ঘটে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে এ ঘটনায় একজন স্থানীয় নিরাপত্তারক্ষী এবং আততায়ীসহ দুজন নিহত হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিক এ তথ্য জানান, ‘সৌদি আরবের জেদ্দায় আমাদের কনস্যুলেট জেনারেলের বাইরে আজ একটি গুলির ঘটনা ঘটেছে। গুলিতে কনস্যুলেটের স্থানীয় প্রহরী বাহিনীর সদস্য এবং সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে আততায়ী নিহত হয়েছেন।’
মুখপাত্র আরও জানান, ‘ইউএস দূতাবাস এবং কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কারণ তারা ঘটনার তদন্ত করছে। কনস্যুলেটটি যথাযথভাবে তালাবদ্ধ ছিল এবং হামলায় কোনো আমেরিকান ক্ষতিগ্রস্ত হয়নি।’
নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় এক কর্মচারীকে অজ্ঞাত বন্দুকধারীর গুলি
নিউইয়র্কের কুইন্সে একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় প্রতিষ্ঠানটির একজন কর্মচারী শনিবার এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হন। সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
‘বৈশাখী রেস্তোরাঁ’র ভেতর থেকে নজরদারি করা ভিডিওতে কুইন্সের অ্যাস্টোরিয়া পাড়ায় অবস্থিত রেস্তোরাঁটিতে শিশুসহ লোকজনকে দেখা যায়, যারা খাবারের জন্য বসে অপেক্ষা করছিলেন। একজন বন্দুকধারী গুলি চালানোর পর তারা রেস্তোরাঁ থেকে ছুটে পালিয়ে যান।
রেস্তোরাঁর মালিক আবু তাহের সিবিএস নিউজকে বলেন, ‘আমাদের রেস্তোরাঁর ভেতরে অনেক গ্রাহক ছিল। প্রথমবার গুলি ছোঁড়ার পর সে কিছুটা সরে যায়, তারপর সে আমার কাউন্টারের পেছনে গিয়ে আমার একজন কর্মচারীকে গুলি করে।’
তাহেরের মতে, মাস্ক ও লাল হুডযুক্ত সোয়েটশার্ট পরা বন্দুকধারী তিনটি গুলি ছুঁড়েছে।
তিনি বলেন, ‘ওই ব্যক্তি (হামলাকারী) কিছু বলেননি, এসে শুধু গুলি করে পালিয়ে যান।’
তার ছোঁড়া তিনটি গুলির মধ্যে একটি রেস্তোরাঁর এক কর্মচারীর উরুর উপরের অংশে লাগে।
পুলিশ বলছে, বন্দুকধারী দৌঁড়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন: নিউইয়র্কে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
যদিও হামলার উদ্দেশ্য নিয়ে এখনও তদন্ত করা হচ্ছে, তবে সূত্র জানায়, এই সপ্তাহের শুরুতে ওই বন্দুকধারী দোকানের একজন কর্মচারীর সঙ্গে তর্ক করেছিল।
অন্যদিকে, ভাঙা কাঁচ, বুলেটের ছিদ্র এবং অর্ধ-খাওয়া খাবার ফেলে পালিয়ে যাওয়া পরিবারগুলোর জন্য একটি ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে। এটি ওই রেস্তোরাঁর মালিকের ব্যবসাতেও প্রভাব ফেলবে।
তাহের সিবিএসকে বলেন, ‘অবশ্যই আমি ভীত। আপনারা জানেন, আমার ব্যবসাটি খুব ছোট।’
তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটিতে একটি ছোট ব্যবসা চালাতে আমি সত্যিই ভয় পাই। আসলে এটি (নিউইয়র্ক সিটি) নিরাপদ নয়। আমরা নিরাপদ নই। আমাদের জীবন নিরাপদ নয়।’
বৈশাখী রেস্তোরাঁ ৩৬নং এভিনিউ ও ২৯নং স্ট্রিটের পাশের অ্যাস্টোরিয়া পাড়ায় অবস্থিত। এর আগে সুস্বাদু বাংলাদেশি খাবারের জন্য দ্য নিউ ইয়র্ক টাইমস-এ এটির সম্পর্কে ফিচার প্রকাশিত হয়। ২০২১ সালে কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে সেবামূলক পরিষেবার জন্য রেস্তোরাঁটি ‘স্পেশাল কংগ্রেসনাল রিকগনিশন’ পেয়েছে।
আরও পড়ুন: নিউইয়র্কে রেলস্টেশনে ৫ জন গুলিবিদ্ধ
কলাম্বাইন থেকে ন্যাশভিল: যুক্তরাষ্ট্রে স্কুলে গণবন্দুক হামলায় নিহত ১৭৫
টেক্সাসে শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারী নিহত
যুক্তরাষ্ট্রের ডালাস এলাকার একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা তাদের মধ্যে শিশুদের দেখেছে বলে জানিয়েছে। কেউ কেউ বলেছেন, তারা মাটিতে অচেতন অবস্থায় একজন পুলিশ অফিসার এবং মলের এক নিরাপত্তা প্রহরীকেও দেখেছেন।
দেশটিতে বন্দুক সহিংসতার সর্বশেষ ঘটনা ছিল এই বন্দুক হামলা। এতে শত শত ক্রেতা আতঙ্কিত হয়ে পালিয়ে যান।
অ্যালেন পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আহত ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডালাস অঞ্চলের হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল সিটি হেলথকেয়ার এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, তারা পাঁচ থেকে ৬১ বছর বয়সী আটজনকে চিকিৎসা দিচ্ছে।
আরও পড়ুন: উত্তর নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত, ৫ ত্রাণকর্মীকে অপহরণ
অনলাইনে ছড়িয়ে পড়া ড্যাশক্যাম ভিডিওতে দেখা যায়, এক বন্দুকধারী শপিং মলের বাইরে একটি গাড়ি থেকে নেমে ফুটপাতে লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ভিডিওটি রেকর্ড করা গাড়িটি চলে যাওয়ার সময় পর্যন্ত তিন ডজনেরও বেশি গুলির শব্দ শোনা যায়।
পুলিশ বিভাগ ফেসবুকে লিখেছে, অ্যালেন পুলিশের এক কর্মকর্তা বিকাল ৩টা ৩৬ মিনিটে গোলাগুলির শব্দ শুনতে পান।
সংস্থাটি ফেসবুক পোস্টে লিখেছে, ‘অফিসার সন্দেহভাজনকে নিষ্ক্রিয় করেছিলেন। এরপর তিনি জরুরি কর্মীদের ডাকেন। আহত ৯ জনকে অ্যালেন ফায়ার ডিপার্টমেন্ট স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে।’
আরও পড়ুন: জ্যামাইকায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় আহত ৭, নিষেধাজ্ঞা জারি
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় রাজ্য বেনুয়ের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সরকারি কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
ওই এলাকার চেয়াম্যান বাকো ইজে জানান, রাজ্যের উমোগিদি সম্প্রদায়ের মধ্যে মঙ্গল ও বুধবার ঘটে যাওয়া হামলায় বহু বাসিন্দা আহত হয়েছে এবং অন্যরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
তার মতে, হামলাকারীরা স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে ওই সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং গুলি করে ৪৬ জনকে হত্যা করে।
রাজ্যের গভর্নরের নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টা পল হেম্বাও সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাটিকে ‘খুব দুঃখজনক ও বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার জানা মতে মৃতের সংখ্যা ৪৬। তবে সংখ্যাটা বেশিও হতে পারে, কারণ কিছু লোক এখনও নিখোঁজ রয়েছেন।’
নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে বেনুয়ের গভর্নর হায়াসিন্থ আলিয়া নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই হত্যাকাণ্ডের জন্য সমগ্র সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের জন্য দুঃখিত এবং আমি রাজ্যের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই।’
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র হামলা একটি প্রাথমিক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে বেশকিছু মৃত্যু ও অপহরণের ঘটনা ঘটেছে।
মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাক্তন স্ত্রীসহ নিহত ৬: শেরিফ
উত্তর মিসিসিপির একটি ক্ষুদ্র গ্রামীণ সম্প্রদায়ের একাধিক স্থানে শুক্রবার এক বন্দুকধারী তার প্রাক্তন স্ত্রী ও সৎ বাবাসহ ছয়জনকে হত্যা করেছে। শেরিফ বলেছেন যে কী কারণে এই মর্মান্তিক তাণ্ডব চালানো হয়েছে তার সূত্র খুঁজছেন তদন্তকারীরা।
টেট কাউন্টি শেরিফ ব্র্যাড ল্যান্স বলেন, একটি শটগান ও দুটি হ্যান্ডগান নিয়ে ৫২ বছর বয়সী রিচার্ড ডেল ক্রাম সকাল ১১টার দিকে গুলি চালায় এবং এতে টেনেসি স্টেট লাইনের কাছে আরকাবুতলায় একটি সুবিধাজনক দোকানের বাইরে পার্ক করা একটি পিকআপ ট্রাকের চালকের আসনে থাকা এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আরও পড়ুন: টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৩
ডেপুটিরা অপরাধস্থলে কাজ করছিলেন, সে অবস্থায় দ্বিতীয় ৯১১-এ কল করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয় যে কয়েক মাইল দূরে আরেকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি বাড়িতে পৌঁছানোর পরে তারা এক নারীকে দেখতে পান। তাকে শেরিফ ক্রামের প্রাক্তন স্ত্রী হিসেবে চিহ্নিত করেন। তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার বর্তমান স্বামীকে আহত অবস্থায় পাওয়া যায়।
ল্যান্স বলেছিলেন যে ডেপুটিরা ক্রামকে তার নিজের বাড়ির বাইরে ধরতে সক্ষম এবং গ্রেপ্তার করা হয়। বাড়ির পেছনে তারা গুলিবিদ্ধ অবস্থায় দু'জন সহকারীকে দেখতে পান - একজন রাস্তায়, অন্যজন একটি এসইউভি গাড়িতে। পাশের একটি বাড়ির ভেতরে তারা ক্রামের সৎ বাবা ও তার সৎ বাবার বোনের মৃতদেহ খুঁজে পায়।
আরও পড়ুন: জেরুজালেমের সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত ৭
জেরুজালেমের সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত ৭
পূর্ব জেরুজালেমের সিনাগগের বাইরে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে শুক্রবার রাতে ৭০ বছর বয়সী এক নারীসহ সাতজন নিহত ও তিনজন আহত হন। বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এটি কয়েক বছরের মধ্যে ইসরায়েলিদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা এবং এর ফলে, আরও রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ৯ জন নিহত হওয়ার একদিন পর বাসিন্দারা যখন ইহুদিদের ছুটির দিন পালন করছিলেন, তখন এই হামলার ঘটনা ঘটে।
গাজা থেকে রকেট হামলা এবং প্রতিশোধমূলক ইসরায়েলি বিমান হামলাসহ সহিংসতার বিস্ফোরণ ইসরায়েলের নতুন সরকারের জন্য একটি প্রাথমিক চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে উগ্র জাতীয়তাবাদীদের আধিপত্য রয়েছে যারা ফিলিস্তিনি সহিংসতার বিরুদ্ধে কঠোর লাইনের জন্য চাপ দিয়েছে। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ওই অঞ্চল সফর নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে চান্দ্র নববর্ষ উৎসবের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ১০
ইসরায়েলের জাতীয় পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি নিরাপত্তা মূল্যায়ন করেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ছুটির দিন শেষ হওয়ার পর শনিবার রাতে তিনি তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়েরে বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রাণহানির ঘটনায় মর্মাহত ও শোকাহত।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, নেভ ইয়াকভ নামক একটি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে অতি-অর্থোডক্স জনগোষ্ঠী রয়ে গেছে এবং বন্দুকধারী একটি গাড়িতে করে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, তারা তাকে ধাওয়া করে এবং পাল্টা গুলি নিক্ষেপে তাকে হত্যা করে।
জেরুজালেমের পুলিশ প্রধান ডোরন তুরজেমান বন্দুকধারী ছাড়াও সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনজন আহত হওয়ার বিষয়টিও জানিয়েছে।
পুলিশ হামলাকারীকে পূর্ব জেরুজালেমের বাসিন্দা ২১ বছর বয়সী বলে শনাক্ত করেছে। তুরজেমান তাকে সাহায্যকারী যে কাউকে খুঁজে বের করার উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন: শিকাগো স্কুলের কাছে বন্দুকধারীর গুলিতে ২ ছাত্র নিহত, আহত ২
নাইজেরিয়ায় ৭ বন্দুকধারী নিহত
ক্যালিফোর্নিয়ার ২টি ফার্মে বন্দুক হামলায় নিহত ৭
সান ফ্রান্সিসকোর দক্ষিণে একটি উপকূলীয় সম্প্রদায়ের এক মাশরুম খামার ও একটি ট্রাকিং ফার্মে সোমবার দুটি গুলির ঘটনায় সাতজন নিহত হয়েছে এবং একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিষয়টি দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সান মাতেও কাউন্টি বোর্ড অব সুপারভাইজার প্রেসিডেন্ট ডেভ পাইন বলেছেন যে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে একটি শহর হাফ মুন বে-এর উপকণ্ঠে ফার্মে চারজন এবং ট্রাকিং ব্যবসায় নিয়োজিত তিনজন নিহত হয়েছেন।
অবস্থানগুললো কীভাবে সংযুক্ত ছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ডান্স ক্লাবে বন্দুক হামলাকারীর আত্মহত্যা
অঞ্চলটি প্রতিনিধিত্বকারী ক্যালিফোর্নিয়া রাজ্যের সিনেটর জোশ বেকার বলেন, পৃথক গোলাগুলিতে মানুষগুলো নিহত হয়েছে। সান মাতেও কাউন্টির সুপারভাইজার ডেভিড কানেপা টুইট করেছেন যে একটি মাশরুম খামারে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। সান মাতেও কাউন্টি শেরিফের অফিস বিকাল ৫টার ঠিক আগে টুইট করে জানায়, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শেরিফের অফিস আরও জানায়, এই মুহুর্তে সম্প্রদায়ের জন্য চলমান কোনো হুমকি নেই।
ওই এলাকার টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কোনো ঘটনা ছাড়াই এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।
উপর থেকে তোলা ছবিতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা কয়েক ডজন গ্রিনহাউজসহ একটি খামার থেকে প্রমাণ সংগ্রহ করছেন।
শনিবার রাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বলরুম ডান্স হলে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হন।
সান মাতেও কাউন্টি বোর্ড অব সুপারভাইজারের প্রেসিডেন্ট ডেভ পাইন এক বিবৃতিতে বলেন, ‘হাফ মুন বে-তে আজকের ট্র্যাজেডিতে আমরা মর্মাহত। মন্টেরে পার্কে ভয়াবহ গোলাগুলিতে যারা মারা গেছেন তাদের জন্য শোক প্রকাশ করার সময়ও আমাদের ছিল না। বন্দুক সহিংসতা বন্ধ করতে হবে।’
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় গির্জার মধ্যে ৩ সন্তানসহ ৪ জনকে হত্যার পর বাবার আত্মহত্যা
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও কঠোর লকডাউনের মুখে ক্যালিফোর্নিয়া
লস অ্যাঞ্জেলেসে চান্দ্র নববর্ষ উৎসবের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ১০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি বলরুম নাচের ক্লাবে চান্দ্র নববর্ষ উদযাপনের পর এক বন্দুকধারী হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। এ হামলায় আরও ১০জন আহত হয়েছে।
লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগের ক্যাপ্টেন অ্যান্ড্রু মায়ার রবিবার বলেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: ছবিতে চীনা নববর্ষ
তিনি বলেন, মন্টেরি পার্ক শহরে বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান।
মায়ার বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে যখন কর্মকর্তারা সেখানে পৌঁছান তখন লোকেরা ‘ওইস্থান থেকে চিৎকার করে বেরিয়ে আসছিল’।
তিনি জানান, কর্মকর্তারা যখন বলরুমে গিয়ে আহতদের খুঁজে পান, তখন দমকলকর্মীরা তাদের চিকিৎসা দিচ্ছিলেন।
মেয়ার জানান, সন্দেহভাজন ব্যক্তি পুরুষ। তবে বন্দুকধারী যে অস্ত্র ব্যবহার করেছিলেন তার কোনও বিবরণ দেননি তিনি।
মেয়ার বলেছেন, বন্দুকধারী বলরুমে কাউকে চিনতেন কিনা তার তদন্ত খুব তাড়াতাড়ি শুরু হবে। লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে মন্টেরি পার্ক হলের
এ চান্দ্র নববর্ষ অনুষ্ঠানে হাজারো মানুষ উপস্থিত ছিল। একটি বিশাল এশীয় জনসংখ্যাসহ প্রায় ৬০ হাজার লোকের একটি শহর। দুই দিনের উৎসবের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এই হামলার পর কর্মকর্তারা রবিবারের অনুষ্ঠান বাতিল করে।
আরও পড়ুন: সাংস্কৃতিক চীন: কাল ও দেশের সীমা পেরিয়ে চীনা চায়ের সুবাস
সিরিয়ার আলেপ্পোয় ভবন ধসে নিহত ১০
টরন্টোতে কন্ডোমিনিয়ামে গুলিতে নিহত ৫
টরন্টো শহরের একটি কন্ডোমিনিয়াম ইউনিটে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। বন্দুকধারীকেও পুলিশ হত্যা করেছে।
রবিবার গভীর রাতে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইয়র্ক আঞ্চলিক পুলিশের প্রধান জেমস ম্যাকসুইন বলেছেন, অন্টারিওর ভন-এ একটি কনডোতে তার এক কর্মকর্তা সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছেন।
ম্যাকসুইন বলেছেন, ছয়জনের মৃত্যু একটি ‘ভয়াবহ দৃশ্য’। তাদের একজন মাত্র লক্ষবস্তু, বাকি পাঁচজন ভুক্তভোগী।’
আরও পড়ুন: ইরাকে বিস্ফোরণে ৯ পুলিশ নিহত: কর্তৃপক্ষ
তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তির গুলিবিদ্ধ সপ্তম ব্যক্তি হাসপাতালে আছেন তিনি বেঁচে থাকবেন বলে আশা করা হচ্ছে।
ম্যাকশিন বলেন, যে বন্দুকধারী ওই ভবনের বাসিন্দা কিনা সে সম্পর্কে তার কাছে বিস্তারিত তথ্য নেই।
অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট, যেটি কোনো মৃত্যু বা গুরুতর আঘাতের ক্ষেত্রে পুলিশ জড়িত থাকলে তা তদন্ত করে।
পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি।
পুলিশ ভবনটি খালি করেছে কিন্তু ম্যাকসুইন বলেছেন বাসিন্দাদের জন্য আর কোনও হুমকি নেই। তিনি বলেছিলেন যে তারা কয়েক ঘন্টার মধ্যে বাসিন্দাদের তাদের ইউনিটে ফিরে আসার আশা করেছেন।
কানাডায় ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে গর্বিত করেছে।
কানাডিয়ানরা এমন কিছু নিয়ে নার্ভাস যা ইঙ্গিত দিতে পারে যে তারা বন্দুক সহিংসতার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার কাছাকাছি চলে যাচ্ছে।
আরও পড়ুন: আফগানিস্তানে জ্বালানি ট্যাঙ্কার টানেলে বিস্ফোরণ, নিহত ১৯
মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৯