বিএনপির মদদ
হেফাজতের তাণ্ডবে বিএনপির মদদ ছিল: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ শনিবার বলেছেন, হেফাজতের তাণ্ডবে বিএনপির মদদ ছিল।
তিনি বলেন, ‘হেফাজত কর্মসূচির নামে কয়েকদিন ধরে যে উসকানিমূলক কর্মকাণ্ড করছিল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে একাধিকবার উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এই তাণ্ডবের পরে যে মামলা হয়েছে, সেই মামলায় ভিডিও ফুটেজ দেখে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এর বাইরে কাউকে হয়রানি করা হচ্ছে না।’
আরও পড়ুন: টিকা নিয়ে লুটপাটের আয়োজন চলছে, অভিযোগ বিএনপির
সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, সেটা হেফাজত বা জামায়াত ইসলামের নামেই হোক তাহলে তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেই। ওই সময় বিএনপির অনেক পদধারী নেতাকর্মীদেরও ওই হামলায় অংশ নিতে দেখা গেছে।
তিনি বলেন, ২৬ তারিখে বায়তুল মোকারমের ছোট বিষয়কে ইস্যু করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের কাছে প্রচার করার জন্য পরিকল্পিতভাবে তারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে। যারা রাষ্ট্রকে নিজের বলে মনে করতে পারে না তারাই এই ভাবে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করতে পারে।
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় প্রথম টিকা নেবেন হানিফ
এ সময় কুষ্টিয়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে