কালবৈশাখীর আঘাত
সারাদেশে কালবৈশাখীর আঘাতে নিহত ১
বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর আঘাতে সারাদেশে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ এপ্রিলে) রাতে শুরু হওয়া বৃষ্টিসহ ঝড়ের কারণে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় এক জেলে নিহত হবার কথা জানা যায়।
পুলিশ জানায়, নিহত জেলের নাম মমির উদ্দিন, বয়স ৪২ বছর। ঝড় চলাকালীন স্থানীয় বাজার থেকে ফেরার পথে তার ওপর গাছ ভেঙে পড়লে, তিনি চাপা পড়েন। তার কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনবি প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, কালবৈশাখীর আঘাতে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে আমাদের প্রতিনিধিরা জানান।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। জেলার বিভিন্ন স্থানেই বৃষ্টিসহ ঝড়ের খবর পাওয়া যায়। জেলা আবহাওয়া অফিস জানায়, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৭ কি.মি.।
ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সংযোগ ব্যহত হওয়াসহ বেশকিছু ফসলী জমি তলিয়ে যায়।
ঝড়ের কারণে ভোলার ইলিশা ফেরি ঘাট এলাকায় বেশ কয়েক ঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরির জন্য ঘাটের দু’পাড়েই দাঁড়িয়ে ছিল অসংখ্য গাড়ি।
এদিকে ঝড়ের কবলে পড়ে, চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে একটি যাত্রীবাহী নৌকার অর্ধেক ডুবে যাওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
৩ বছর আগে