জনপ্রিয় অভিনেতা
চরিত্রের প্রয়োজনে নতুন লুকে চঞ্চল চৌধুরী
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় মাথা ন্যাড়া করা একটি ছবি শেয়ার করেছেন যা দেখে অনেক ভক্ত অবাক হয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এই অভিনেতা তার অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে মাথা ন্যাড়া করা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বলি? না থাক…বলবো না…।’
জানা গেছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা আসন্ন ওয়েব সিরিজ ‘বলি’তে অভিনয়ের জন্য মাথা ন্যাড়া করেছেন।
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যার্টফর্ম ‘হইচই’ এ প্রচারিত হবে।
চঞ্চল চৌধুরীর জানান, দর্শকদের ভিন্ন উপস্থাপনের জন্য এই নতুন রূপটি গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘এটি দর্শকদের সম্পূর্ণ ভিন্ন স্বাদ দিতে যাচ্ছে।’
এদিকে, চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েবফিল্ম ‘মুন্সিগিরি’ প্রচারের অপেক্ষায় রয়েছে। এটি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চোরকিতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানার!
ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
৩ বছর আগে
অভিনেতা ওয়াসিম মারা গেছেন
ঢালিউডের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ওয়াসিম শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ওয়াসিম ফুসফুস, হৃদযন্ত্র এবং কিডনির জটিলতাসহ একাধিক রোগে ভুগলেও কোভিড-১৯ এ শনাক্ত হননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
১৯৭২ সালে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরুর পর ১৯৭৪ সালে মহসিনের পরিচালনায় ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক ঘটে ওয়াসিমের।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন কবরী
ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো 'দি রেইন', 'ডাকু মনসুর', 'জিঘাংসা', 'কে আসল কে নকল', 'বাহাদুর', 'দোস্ত দুশমন', 'মানসী', 'দুই রাজকুমার', 'সওদাগর', 'নরম গরম', 'ইমান', 'রাতের পর দিন', 'আসামি হাজির', 'মিস লোলিতা', 'রাজ দুলারী', 'চন্দন দ্বীপের রাজকন্যা', 'লুটেরা', 'লাল মেম সাহেব', 'বেদ্বীন', 'জীবন সাথী', 'রাজনন্দিনী', 'রাজমহল', 'বিনি সুতার মালা', 'বানজারান'।
১৯৬৪ সালে বডি বিল্ডিংয়ের জন্য ‘মিস্টার ইস্ট পাকিস্তান’ খেতাব অর্জন করেছিলেন ওয়াসিম।
ওয়াসিম জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি অল্প সময়ের জন্য বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেন।
৭০’র ও ৮০’র দশকজুড়ে ফোক ফ্যান্টাসি ও অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন ওয়াসিম। সেই সময়ে শীর্ষ নায়কের মধ্যে একজন ছিলেন তিনি। তার অভিনীত দেড় শতাধিক চলচ্চিত্রের মধ্যে অধিকাংশই ছিল সুপারহিট ছবি।
১৯৪৭ সালের ২৩ মার্চ চাঁদপুরে জন্মগ্রহণ করেন ওয়াসিম।
৩ বছর আগে