সেলিম আলতাফ জর্জ
কুষ্টিয়ায় সাংসদকে জড়িয়ে ফেসবুক পোস্ট, সিএনজি চালক গ্রেপ্তার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার ঘটনায় এক সিএনজি চালককে গেপ্তার করেছে পুলিশ।
রবিবার থানায় দায়েরকৃত মামলায় দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মধ্যপাড়া থেকে সিএনজি চালক রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। রফিকুল ওই গ্রামের মৃত দিরাজ আলীর ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘স্থানীয় সাংসদকে নিয়ে ‘বাঁশেরকেল্লা’ নামক ফেসবুক পেজের একটি আপত্তিকর পোস্ট রফিকুল তার আইডিতে শেয়ার করে। বিষয়টি ফেসবুকে দেখতে পেয়ে সাংসদের এক চাচাতো ভাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করে।
আরও পড়ুন: মামুনুলকে নিয়ে ফেসবুকে পোস্ট: আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
থানায় দায়েরকৃত লিখিত এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় রফিকুল তার আইডিতে ওই পোস্ট শেয়ার করেন।
এ বিষয়ে মামলার বাদী ও সাংদের চাচাতো ভাই আবু সাইদ জনি বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে তার ভাইয়ের সম্মানহানি করার জন্য নাম ও ছবিসহ ওই পোস্টটি শেয়ার করে।
৩ বছর আগে