হেফাজত কর্মীদের হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৬ হেফাজত কর্মী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ১১
এর মধ্যে গত ২৭ মার্চ হরতাল সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজারে মিছিল ও রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় জড়িত ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, জাতীয় শিক্ষক ফোরামের মাদরাসা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মাওলানা নিয়াজুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯, আশুগঞ্জ থানায় চার ও সরাইল থানায় দুটিসহ মোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের জেলা সহকারী প্রচার সম্পাদকসহ গ্রেপ্তার ১০
বিজ্ঞপ্তিতে উল্লেখ এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার
৩ বছর আগে
হেফাজত কর্মীদের হামলায় বাগেরহাটে ওসিসহ ৫ পুলিশ আহত
বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত কর্মীদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে পুলিশের ওপর ওই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ কর্মী-সমর্থক গ্রেপ্তার
আহতদের মধ্যে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবিরসহ পুলিশের পাঁচ সদস্য রয়েছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার জন্য বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় হাসপাতাল মোড়ে জড়ো হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের কাছে জড়ো হওয়ার কারণ জানতে চায়। এসময় হেফাজত-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমিসহ আমার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, হেফাজতকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে মোল্লাহাট থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
তিনি জানান, আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করলেন পুলিশের আইজিপি
৩ বছর আগে