প্রতারক আটক
চুয়াডাঙ্গায় এসআই পরিচয় দেয়া এক প্রতারক আটক
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেয়ার নাম করে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশের এসআইকে পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা (২৮) কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে।
আরও পড়ুন: খুলনায় ব্যবসায়ীকে অপহরণকারী ভুয়া পুলিশ আটক
পুলিশ জানায়, নিজেকে এসআই রানা দাবি করে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা মওকুফ করে জামিন দেয়ার নাম করে ১০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত সোহেল রানা। এর মধ্যে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে তিনি ভুক্তোভোগী পরিবারক আদালতে আসতে বলেন। ওই পরিবারের লোকজন আদালত এলাকায় গেলে সোহেল রানার কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয়। এসময় তারা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সেখানে পৌঁছে সোহেল রানাকে আটক করে। এসময় তার কাছে থাকা বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, বেশ কয়েকটি ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার সম্বলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: গোয়েন্দা বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা: ভুয়া পুলিশ আটক
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সাজা মওকুফ করার আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিলেন সোহেল রানা। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ডিবি পুলিশ সেজে ছিনতাই, চট্টগ্রামে এসআইসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক
৩ বছর আগে