টটেনহাম
টটেনহাম থেকে বহিষ্কার হলেন কোচ মরিনহো
ইংলিশ ক্লাব টটেনহামের দায়িত্ব নেয়ার মাত্র ১৭ মাসের মাথাতেই বহিষ্কার হলেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগের আগ মুহূর্তেই দায়িত্ব নেয়া এই কোচকে সোমবার (১৯ এপ্রিল) লন্ডনের এই ক্লাবটির দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়।
মরিনহোর অধীনে চ্যাম্পিয়নস লিগে দলের ফিরতে না পারা এবং শীর্ষ অবস্থান থেকে র্যাংকিং এ সাত নম্বরে চলে আসার ব্যর্থতার কারণেই তাকে এমন অকস্মাৎ বিদায় জানানোর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ক্লাবটির চেয়ারম্যান দানিয়েল লেভি বলেছেন, ‘হোসে ও তার কোচিং স্টাফরা ক্লাবের চ্যালেঞ্জিং সময়েই ছিল। বিশ্বব্যাপী করোনা মহামারি এই সময়েও তার অবদান অতুলনীয়। তাদের সঙ্গে কাজ করার সময়টুকু আমি বেশ উপভোগ করেছি। আফসোসের বিষয় হলো আমরা সবকিছু যেভাবে ভেবেছিলাম তেমনটা হয়নি।’
আগামী রবিবার লিগ কাপের ফাইনালে ম্যানসিটির মুখোমুখি হবে টটেনহাম। আর এই মুহূর্তে মরিনহোর বদলে কোচের দায়িত্ব পালন করবেন তরুণ কোচ রায়ান ম্যাসন।
৩ বছর আগে