বগুড়া
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে সাড়ে তিনটার দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
নিহত আব্দুল মজিদ জেলার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
তবে তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় থাকতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
তিনি বলেন, রাত সাড়ে তিনটার দিকে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় মজিদ নিহত হন।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, মজিদ আগে বাসের ড্রাইভার ছিলেন। ছয় বছর ধরে তার কোন কাজ নেই। তিনি ভবঘুরের মত বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো এবং মানসিক রোগেও ভুগছিলেন।
এছাড়া লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চবি’র সাবেক শিক্ষকের মৃত্যু
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫৫) নামে এক উপজেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় তার ছেলে মমেত (২৫) গুরুতর আহত হন। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সাজাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
খলিলুর রহমান বগুড়া সদর উপজেলার পল্লী মঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন।
আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক বলেন, খলিলুর রহমান সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী রজিবুল ইসলাম জানান, খলিলুর রহমান ও তার ছেলে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় বড় কোনো গাড়ির ধাক্কায় খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।স্থানীয়রা সঠিকভাবে বলতে পারছেন না সেটি বাস নাকি ট্রাক ছিল।
তিনি আরও বলেন, লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পরোপকারী বরিশালের সাংবাদিক মাসুদ
বগুড়া উপনির্বাচনে হিরো আলমের মনোনয়পত্র বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
বগুড়া ৪ ও ৬ আসন থেকে মনোনয়ন (স্বতন্ত্র) প্রত্যাশী মো. আশরাফুল আলম হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) পৃথক দুটি রিটের প্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হিরো আলমের রিট
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
তিনি জানান, হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। এর ফলে সে প্রার্থীতা ফিরে পেল। এ আদেশের ফলে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতা করতে কোন বাধা নেই।
বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন।
গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে দুপুর ১টার দিকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এরপর হিরো আলম মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। সেই আপিলও গত ১২ জানুয়ারি খারিজ করেন নির্বাচন কমিশন। এরপর প্রার্থিতা ফিরে পেতে গতকাল সোমবার হাইকোর্টে রিট করেন হিরো আলম।
আরও পড়ুন: বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন: হিরো আলমসহ ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল
বগুড়ায় দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়ন সংগ্রহ
বগুড়ায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
বগুড়ায় শিশু ধর্ষণ মামলায় ১১ বছর পর হায়দার আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আসামির উপস্থিতিতে এই রায় দেন।
আরও পড়ুন: বগুড়ায় ডিস ব্যবসায়ী হত্যায় ১২ জনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত হায়দার আলী বগুড়ার গাবতলীর পদ্মপাড়া গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ২৭ মে রাতে। হায়দার আলী ভুক্তভোগী শিশুটিকে পড়া দেখিয়ে দিতেন।
কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী খুনের মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ায় ডিস ব্যবসায়ী হত্যায় ১২ জনের যাবজ্জীবন
বগুড়ায় ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন-বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার বানদীঘি গ্রামের মৃত নায়েব আলীর ছেলে সিরাজুল ইসলাম, মৃত হোসেন আলীর ছেলে মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার মিলনের পাড়ার আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম ও মৃত মফিজ উদ্দিনের ছেলে ঝোপগাড়ীর মাহফুজার রহমান, বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকার আকবার আলীর ছেলে আজগর আলী।
আরও পড়ুন: বাগেরহাটে আ. লীগ নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন
বাকিরা পলাতক। তারা হলেন- বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।
বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাছিমুল করিম হলি জানান, মামলার আসামিদের সঙ্গে নিহত রঞ্জুর দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়। মামলায় ১৩ জন আসামি ছিল। এর মধ্যে বাদল শেখ নামে এক আসামি মামলা চলাকালে মারা যান। আর বাকি সাতজন পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, মামলায় বিচারক ১২ জনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
আর পলাতক আসামিরা গ্রেপ্তার হলে বা আত্মসমর্পণের পর থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডাকাতির সময় হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ায় গলা কেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
স্পিকারের কাছে বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা
সংসদ ভেঙে দেয়াসহ ১০ দফা দাবিতে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির সাত সংসদ সদস্য রবিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সিরাজ ইউএনবিকে জানান, দুপুর ১২টা ২০ মিনিটে বিএনপির সংসদ সদস্যরা তাদের পদত্যাগপত্র জমা দেন।
এর আগে শনিবার গোলাপবাগ মাঠে সমাবেশ থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগ
পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন- মো. জাহিদুর রহমান, ঠাকুরগাঁও-৩; মো. মোশারফ হোসেন, বগুড়া-৪; গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬; মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২; মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩; আবদুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ এবং রুমিন ফারহানা, মহিলা সংরক্ষিত আসন।
তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অসুস্থ সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া রুমিন ফারহানার মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে, শনিবার ই-মেইলের মাধ্যমে সংসদ সদস্যরা পদত্যাগপত্র পাঠান।
আরও পড়ুন: ২৪ ডিসেম্বর থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপি
জনগণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার রায় দিয়েছে: খসরু
বগুড়ায় প্রশিক্ষক বিমানের জরুরি অবতরণ: আইএসপিআর
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষক বিমান (পিটি-৬) জরুরি অবতরণ করেছে।
আরও পড়ুন: তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই সদস্য নিহত: আইএসপিআর
সকাল ১০টা ৩৪ মিনিটে আরুলিয়া বিমানবন্দরের ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষক বিমানের পাইলট- গ্রুপ ক্যাপ্টেন মাহবুব এবং স্কোয়াড্রন লিডার হালিমুর নিরাপদে আছেন।
আরও পড়ুন: আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ২৪ দেশের সেনাবাহিনী একসঙ্গে কাজ করবে: আইএসপিআর
নিখোঁজের ৪ দিন পর গাজীপুরে মিলল চুরি যাওয়া সেই নবজাতক
নিখোঁজের চারদিন পর বগুড়ায় চুরি যাওয়া সেই নবজাতককে রবিবার গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অক্সিজেনের অভাবে ২ নবজাতকের মৃত্যু
তিনি বলেন, রবিবার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি টিম নবজাতকের স্বজনদের নিয়ে রওনা দেয়। সেখানে গিয়ে শিশুটি দেখে নিজেদের সন্তান বলে দাবি করেন বাবা-মা। পরে ওই নবজাতককে নিয়ে পুলিশের টিম বগুড়ায় পৌঁছায়।
এর আগে বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতক চুরি হয়।
নবজাতকের মায়ের নাম ইতি বেগম। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।
উল্লেখ্য,সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চারদিন বয়সী ওই নবজাতককে খালা রোজিনার কাছে থেকে চুরি করে নিয়ে যান অজ্ঞাত এক নারী।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ধানখেতে মিলল নবজাতকের লাশ
কুষ্টিয়ায় হাসপাতালে ফেলে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন এসিল্যান্ড
বগুড়ায় ‘বিলিয়ার্ড’ খেলতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
বগুড়া জেলা শহরের নামাজগড় মোড়ে বিলিয়ার্ড খেলার জের ধরে শুক্রবার রাতে ছুরিকাঘাতে ২১ বছর বয়সী এক যুবককে হত্যা করা হয়েছে।
নিহত হাবিবুর রহমান বিপুল ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শরাফত ইসলাম জানান, ওই এলাকায় অবস্থিত ‘ব্রেক অ্যান্ড রান’ নামের একটি প্রতিষ্ঠানে বিপুলসহ ছয় থেকে সাত জন বিলিয়ার্ড খেলছিল।।
একপর্যায়ে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিপুলের অন্য খেলার সাথীদের সঙ্গে তুমুল বাকবিতন্ডা শুরু হয়।
পরে তাদের দলে থাকা শাকিল বিপুলকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বলে এসপি জানান।
তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরাফত বলেন, ‘পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা করছে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শকসহ আহত ২
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার লিচুতলা এলাকায় একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে শুক্রবার রাতে এক সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়।
নিহত কেরামত হোসেন (৪৫) মাঝিড়ায় অবস্থিত বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সাড়ে ৮টার দিকে রংপুরগামী ‘আগমনী পরিবহণ’ পাঁচ যাত্রী বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হয়।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কেরামতকে মৃত ঘোষণা করেন।
কেরামত তার পরিবারের তিন সদস্যকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মাঝিড়া যাওয়ার সময় মর্মান্তিক এই ঘটনার সম্মুখীন হন।
পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপারকে ধরতে পারেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু