বগুড়া
বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ায় মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাবিলা এরুলিয়া জিলাদার পাড়ার মৃত শবদুল ঠিকাদারের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে যুবকেকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানান, কাবিলা ভোরে মাংস বিক্রির জন্য নিজ বাড়ি থেকে গোদার পাড়ার দিকে যাওয়ার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কব্জি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এসময় মিরাজুল প্রাণে বাঁচতে এরুলিয়া জেলাদারপাড়ায় বড় মসজিদে ঢুকে পড়েন। মসজিদের মুসল্লিরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, ‘কয়েকদিন আগে মিরাজুল এক যুবককে মারধর করেছিলেন। মারধরে ওই যুবকের হাত ভেঙে যায়। এ ঘটনার জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
৩ মাস আগে
কোটা আন্দোলন: সংঘর্ষের জেরে ৩ বিভাগীয় শহরসহ বগুড়ায় বিজিবি মোতায়েন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের কয়েকটি বিভাগীয় শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়।
আরও পড়ুন: কোটা আন্দোলন: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত
আজ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউএনবির চট্টগ্রাম সংবাদদাতা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের সদস্যদের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনের তিনজন নিহত হওয়ায় পর বিকাল থেকে তিন প্লাটুন বিজিবি অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: কোটা সংস্কারকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদলের
৪ মাস আগে
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সোমবার (৮ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রথযাত্রায় আহত হয়ে চিকিৎসাধীন দুই রোগীকে দেখা শেষে এ কথা জানান তিনি।
চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে আহতদের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।
তিনি বলেন, ‘রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছি যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রথযাত্রায় যে দুর্ঘটনা হয়েছে তা খুবই মর্মান্তিক এবং শোকাবহ। যে দুজন ভর্তি হয়েছে তাদের কেউই আশঙ্কামুক্ত নন।’
আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, ‘ বগুড়া ও বার্নে চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা।
রবিবার বগুড়া জেলা শহরে রথযাত্রা চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত ও ৪৩ জন আহত হয়।
সেউজগাড়ি আমতলা মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েসকে প্রধান করে গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
৪ মাস আগে
বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর ঘটনায় ৩ কারারক্ষী বরখাস্ত
বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ জন কারারক্ষীকে ঘটনার দিন সাময়িক বরখাস্ত এবং কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘তিনি এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা শুনেছেন। এটি তার বিষয় নয়। বিষয়টি কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’
আরও পড়ুন: বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি রাতেই গ্রেপ্তার
এ ব্যাপারে জেল সুপার মনির হোসেনের সঙ্গে যেগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলা কারাগারের জাফলং কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যান ৪ আসামি। পরে তাদেরকে চেলোপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ কর্তৃপক্ষ।
৪ মাস আগে
বগুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে নিজ ঘর থেকে মোখলেছার রহমান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার আদমদীঘি বাজার এলাকায় তার ভাড়া বাসার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোখলেছার নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, মোখলেছুর রহমান তার দ্বিতীয় স্ত্রী চাটখইর মাদরাসার সহকারী শিক্ষিকা আফরোজা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার প্রথম স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। সোমবার দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাড্ডা থেকে নারীর লাশ উদ্ধার
৬ মাস আগে
বগুড়ায় ওষুধের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
বগুড়ায় বহুতল বাণিজ্যিক বিপণীবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে ওষুধের গোডাউনে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীসহ দুইজন আহত হয়েছেন।
আরও পড়ুন: সাভারে তেলবাহী ট্যাংকার উল্টে আগুন লেগে নিহত ১, আহত ৮
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে বলে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
মৌলভীবাজারে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু
৭ মাস আগে
বগুড়ায় হাতকড়াসহ ২ আসামির পলায়ন, ৪ পুলিশ বরখাস্ত
বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ি থেকে চোর সন্দেহে আটক দুই ব্যক্তি হাতকড়াসহ পালানোর ঘটনায় ওই ফাঁড়ির ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে পলাতক দু’জনের মধ্যে একজনকে রবিবার(২৪ মার্চ) রাতেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বরখাস্ত চার পুলিশ সদস্য হলেন, উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন।
আরও পড়ুন: বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের সাজা বহাল
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সোমবার গ্রেপ্তার হওয়া একজনসহ দু’জনের নামে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
সদর থানার মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল একরামুল হক ও মানিক রতন নিশিন্দারা এলজিইডি অফিসের সামনে জনগণের হাতে চোর সন্দেহে আটক মোহাম্মদ আলী ও মিঠু মিয়া ওরফে ফারুক নামে দুজনকে তাদের হেফাজতে নেন। পরে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপশহর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই আসামিকে হ্যান্ডকাফ লাগিয়ে দায়িত্বরত কনস্টেবল মাহবুব আলমের হেফাজতে রাখা হয়। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ ফাঁড়ি থেকে হ্যান্ডকাফসহ আটক ওই দুই আসামি পালিয়ে যান। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার রাতে মোহাম্মদ আলীকে আদমদীঘি থেকে হাতকড়াসহ পুনরায় আটক করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, পলাতক মিঠু মিয়া ও পুনরায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলীর নামে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেছেন।
তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সুপারের আদেশে রবিবার রাতে চার পুলিশকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম কারাগারে কয়েদির আত্মহত্যা, ৩ কারারক্ষী বরখাস্ত
হোয়াটসঅ্যাপে আরও সহজে অডিও বার্তা যেভাবে পাঠাবেন
৭ মাস আগে
বগুড়ায় কোটি টাকার তক্ষকসহ আটক ১
বগুড়ার গাবতলীতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ লেবু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা তক্ষকটি জব্দ করে পুলিশ।
লেবু গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত শামসুল ফকিরের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক
সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাবতলী মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তক্ষকটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ২০০ গ্রাম, যার মূল্য প্রায় ১ কোটি টাকা।
তিনি আরও জানান, লেবু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- সে চোরাচালান চক্রের হোতা। তার সঙ্গে আরও সদস্য রয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭: শেরপুর থেকে বাসচালক ও হেলপার আটক
বগুড়ায় পিকনিকের বাস থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
৯ মাস আগে
বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বগুড়ার বীরগ্রাম এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদরের আল আমিন ওরফে মানিক, কুড়িগ্রাম সদরের কুদ্দুস মিয়া এবং কুড়িগ্রামের উলিপুরের নুর ইসলাম।
আরও পড়ুন: জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
এদের মধ্যে- মানিক ও কুদ্দুস ট্রাকচালক এবং নুর ইসলাম ট্রাকের সহকারী।
বগুড়া শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বীরগ্রামে পৌঁছালে নাটোরের দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন।
তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নাটোরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত
৯ মাস আগে
বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ
বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর অভিযোগ বিরুদ্ধে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় তাকে কুপিয়ে যখম করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: জয়পুরহাটের হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিহত রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার স্রীকান্দ গ্রামের বদিউজ্জামানের স্ত্রী ও বর্তমান সান্তাহার চা বাগান মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, শুক্রবার রাতে স্বামী বদিউজ্জামানের সঙ্গে রাজিয়া সুলতানার মনমালিন্য হয়। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তরকারি কাটা বটি দিয়ে স্ত্রীর শরীর বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
এসময় স্ত্রী চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বদিউজ্জামান পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় রাজিয়া সুলতানাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনার পর তার স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা
পিছিয়েছে সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা
৯ মাস আগে