ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন
এবার করোনায় আক্রান্ত রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫০ বছর বয়সী এই নেতা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
মঙ্গলবার নেহেরু-গান্ধী পরিবারের বংশধর রাহুল গান্ধী টুইটারে নিজের দলের সদস্যদের জানান, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তিনি লিখেছেন, 'মৃদু কিছু লক্ষণ দেখার পর আমি কোভিড-১৯ পরীক্ষা করেছি এবং ফলাফল পজিটিভ আসে। সম্প্রতি যারা আমার সাথে যোগাযোগ করেছেন তারা সকলেই দয়া করে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করুন এবং নিরাপদ থাকুন।'
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের সোনু সুদ
নামহীন সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সৌভাগ্যক্রমে রাহুল গান্ধী গত এক সপ্তাহে তার মা সোনিয়া বা বোন প্রিয়াঙ্কার সাথে দেখা করেননি।
রাহুলের করোনা আক্রান্ত হওয়ার পর তার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন।
তিনি লিখেন, 'আমি লোকসভার সাংসদ শ্রী রাহুল গান্ধীর সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’
এর একদিন আগে গান্ধীর দলের সিনিয়র সহকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কোভিড-১৯ এ আক্রান্ত হন। ৮৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে দেশের প্রিমিয়ার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ
গান্ধী সোমবার টুইটে লিখেন, ‘প্রিয় ড. মনমোহন সিং, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ভারতের আপনার দিকনির্দেশনা এবং পরামর্শ প্রয়োজন।’
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন মঙ্গলবার সকালে টুইট করেন, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা 'স্থিতিশীল' এবং তাকে যথাসম্ভব পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।
হর্ষ বর্ধন লিখেন, 'দিল্লির এআইআইএমএসে তার মেডিকেল টিমের মাধ্যমে ড. মনমোহন সিংয়ের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। সর্বোপরি তাকে সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে। আমরা সকলেই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।'
৩ বছর আগে