শীর্ষ নেতা
বিএনপির সংবাদ সম্মেলন বিকাল ৩টায়
বিএনপির দুই শীর্ষ নেতাকে আটক ও নয়াপল্টনে সমাবেশ করা নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকাল ৩টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে দলের দুই শীর্ষ নেতার আটকের বিষয়ে তাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করতে বিএনপির স্থায়ী কমিটির নেতারা অনলাইনে বৈঠক করছেন, যা সকাল ১১টা ৪০ মিনিটে শুরু হয়।
শুক্রবার ভোরে বিএনপি জানায়, সাদা পোশাকে পুলিশ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
আরও পড়ুন: বিএনপির কার্যালয়ে বোমাগুলো পুলিশ রেখেছিল: ফখরুল
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ: বিএনপি
১০ ডিসেম্বর সমাবেশস্থল: ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির ২ সদস্যের প্রতিনিধি দল
১ বছর আগে
হেফাজতের আরেক শীর্ষ নেতা রাজধানীতে গ্রেপ্তার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে অভিজাত বাহিনীর সদস্যরা আমিনকে একটি মাদরাসা থেকে গ্রেপ্তার করে।
পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: হেফাজত কর্মীদের হামলায় বাগেরহাটে ওসিসহ ৫ পুলিশ আহত
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি ও খেলাফতে মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা কুরবান আলী কাসেমীকে মঙ্গলবার ঢাকার বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১৮ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে মোহাম্মদপুর এলাকার একটি মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
গত মাসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হেফাজত সমর্থকদের সহিংস কর্মকোণ্ডের পর সাম্প্রতিক সময়ে হেফাজতের আরও কয়েকজন সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ কর্মী-সমর্থক গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া অন্য নেতার মধ্যে রয়েছেন হেফাজতের ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল-হাবিব, সহকারী মহাসচিব জালালউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর শাখার সহ সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ প্রচার সম্পাদক শরিফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
৩ বছর আগে