প্রথম টেস্ট শতক
শান্তর প্রথম টেস্ট শতকে লঙ্কায় এগিয়ে টাইগাররা
অনেকদিন ধরেই বিদেশের মাটিতে টেস্ট না খেলা বাংলাদেশ দলের লঙ্কা অভিযানের শুরুটাই হল বেশ পরিপাটি এবং ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে। টেস্টের প্রথম দিনের নায়ক নাজমুল হোসেন শান্ত নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বাগিয়ে নিলেন ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বুধবার শ্রীলঙ্কায় শুরু হওয়া টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় টাইগার অধিনায়ক মুমিনুল হক।
তামিম ইকবাল ও সাইফ হাসানের ওপেনিং জুটি ম্যাচের দ্বিতীয় ওভারেই সাইফের উইকেট পতনের মাধ্যমে শেষ হয়। তবুও প্রথম দিনের শেষে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে।
সাইফের বিদায়ের পর মাঠে নামেন শান্ত। দিনের পুরোটা সময়ই ধৈর্যের পরিচয় দেন এই ক্রিকেটার। তামিম-শান্ত জুটি তুলে নেয় ১৪৪ রান।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তামিমের বিদায়ের পর মুমিনুলের সাথে জুটি বাঁধে শান্ত এবং সেই সাথে গড়ে তোলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটের সর্বোচ্চ ১৫০ রান। অবশ্য এই জুটির এগিয়ে যাওয়ার আরও সুযোগ রয়েছে। প্রথমদিনে অধিনায়ক মুমিনুলও বেশ ছন্দের সাথেই খেলেছেন বলা যায়।
গত ছয় টেস্ট ম্যাচে একটি অর্ধশতকসহ মাত্র ২৪১ রান করা শান্ত যেন নিজেকে প্রমাণ করার অপেক্ষাতেই ছিলেন এতদিন। ২২ বছর বয়সী এই ক্রিকেটার এবার সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের প্রথম টেস্ট শতকটি স্মরণী করে তুললেন।
এদিকে দিনের প্রথম ওভারেই সুরাঙ্গা লাকমালের বলে দু’টি বাউন্ডারি হাকিয়ে তামিম আজ জ্বলে ওঠবার জানান দেন। ১৫টি বাউন্ডারি হাকানো বাহাতি এই ব্যাটসম্যান ১০১ বলে ৯০ রান তুলে বিদায় নেন।
তবে শ্রীলঙ্কার হয়ে টেস্টের প্রথমদিনে বোলাররা তেমন কিছু করতে পারেননি। এদিন বাহাতি ভিশা ফার্নান্ডো ছাড়া কেউই উইকেটের দেখা পায়নি।
প্রথমদিনের স্কোর:
৯০ ওভারে প্রথম ইনিংস বাংলাদেশের সংগ্রহ ৩০২/২ (নাজমুল ১২৬*, তামিম ৯০, মুমিনুল ৬৪*)।
ভিশা ফার্নান্ডো ২/৬১।
৩ বছর আগে