গণপরিবহন চালুর দাবি
গণপরিবহন চালুর দাবিতে মাগুরায় শ্রমিকদের বিক্ষোভ
অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বাস ও মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৩ মে) দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে শ্রমিক ইউনিয়নের প্রায় ২ শতাধিক শ্রমিক অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেয়ার দাবিতে স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন: বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান বলেন, “সারাদেশে সবকিছু চলছে কিন্তু আমাদের গণপরিবহন বন্ধ রয়েছে। আজ প্রায় ১ মাস যাবৎ বন্ধ রয়েছে গণপরিবহন। এই ১ মাসে আমাদের কোনও শ্রমিক সরকারের পক্ষ থেকে কোনও ত্রাণ সহায়তা পায়নি। এতে শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।”
আরও পড়ুন: দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
তিনি অবিলম্বে গণপরিবহন চালু করার দাবিতে জানান। এছাড়া এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন: নড়াইলে বাজারে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
৩ বছর আগে
গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন পালন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান ফেডারেশনের নেতা-কর্মীরা।
মানববন্ধনে পরিবহন নেতারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। লকডাউনের মধ্যেও পরিবহন শ্রমিকরা কোনও ধরনের সহায়তা পায়নি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের পরিবারের কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে গণপরিবহন চালু করা প্রয়োজন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে সাবরেজিস্ট্রার অফিস সহকারীর বদলির দাবিতে মানববন্ধন
তারা আগামী ২৮ এপ্রিলের (বুধবার) পর গণপরিবহন পুরোপুরি চালু করারও দাবি জানান। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করা হবে বলেও জানান তারা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, ‘লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক কষ্টে দিন পার করছে। আমাদের দাবি অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহণ চালু করা হোক।’
এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে জমিদার বাড়ি সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবিতে মানববন্ধন
৩ বছর আগে