বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)
ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অফিস
দেশব্যাপী কয়েকটি স্থানে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: সারাদেশে কালবৈশাখীর আঘাতে নিহত ১
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কয়েকটি স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক বা দুই জায়গায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
বিএমডির নিয়মিত বুলেটিন অনুসারে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ এবং সীতাকুণ্ড, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনার অঞ্চলগুলোতে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ভোলায় কালবৈশাখী ঝড়ে মালবাহী ভলগেট ও ট্রলার ডুবি
এই সিনোপটিক পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অফিস পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় নিচু স্থানে একটি জলাবদ্ধতার কথা বলেছে।
বিএমডি জানায়, দিনের তাপমাত্রা (২-৩)° সে কমে যেতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
৩ বছর আগে