সাপ উদ্ধার
শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ছয় ফুট লম্বা একটি একটি দাঁড়াশ সাপ (বিষাক্ত) উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বাড়ান্দা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
পরে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
সুন্দরবন পুর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বাড়ির মালিকের খবরে স্থানীয় সামসু সাপুড়ে নামের এক ব্যক্তি সাপটি আটক করেন। পরে বনরক্ষী, ওয়াইল্ড টিম ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
তিনি বলেন, দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয় সাপটিকে। দাড়াস সাপটি প্রায় ছয় ফুট লম্বা।
তিনি আরও বলেন, দাড়াশ সাপ সাধারণত ধানখেতে থাকে। এরা ঈদুর খেয়ে জীবন-যাপন করে। সাপগুলো মানুষের তেমন কোন ক্ষতি করে না। আমরা সাপটিকে বনে অবমুক্ত করেছি।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ২টি অজগর সাপ অবমুক্ত
১ বছর আগে
ববি ক্যাম্পাস থেকে ডিমসহ ‘পদ্ম গোখরা’ উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসের ভেতর থেকে প্রায় ছয় হাত লম্বা একটি পদ্ম গোখরা সাপ উদ্ধারের কথা জানিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন।
তিনি বলেন, বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু হলের স্টাফদের মাধ্যমে হলের পাশে সাপের অবস্থানের বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে গর্তসহ কিছু আলামত দেখতে পেয়ে সাপুরেদের খবর দেয়া হয়। বিকালে পটুয়াখালী থেকে এক সাপুরে এসে বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অফিসের পঞ্চিম পার্শে গর্ত করে আনুমানিক ছয় হাত লম্বা সাপটি জীবিত উদ্ধার করে। পাশাপাশি ১০টির মতো ডিমও উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২৬টি ডিমসহ জোড়া গোখরা সাপ উদ্ধার
সাপুরে জানিয়েছে যে উদ্ধার হওয়া সাপটি পদ্ম গোখরা জাতের বিষধর সাপ। ওই গর্তে থেকে সাপটি ডিমে তা দিচ্ছিলো। পরে তিনি ডিমগুলো অন্যত্র সরিয়ে ফেলে সাপটিকে নিয়ে চলে যান।
প্রভোস্ট আরিফ হোসেন বলেন, কীর্তনখোলা নদী তীরবর্তী আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি যেখানে অবস্থিত সেই জায়গাটা বিলের মতো নিচু জায়গা ছিল। এখানে কিছু পুরাতন, পরিত্যাক্ত বাড়িও ছিল। সেই সঙ্গে আশপাশে জঙ্গল ও ডোবাসহ বিভিন্ন ধরনের জলাশয় রয়েছে। তাই এই ক্যাম্পাসে প্রায়ই সাপের দেখা পায় শিক্ষার্থীরা। তবে সম্প্রতি এতো বড় সাপে দেখা আর মেলেনি।
আরও পড়ুন: বরিশালে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খুরশিদ আলম বলেন, সাপের উপদ্রব ক্যাম্পাসে আগে থেকেই রয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছুটা আতঙ্কও রয়েছে। তবে আমরা ক্যাম্পাস পরিষ্কার রাখার ওপরে জোড় দিচ্ছে। সেইসাথে কার্বলিক এসিড ব্যবহার করার চিন্তা ভাবনা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সহিত দেখতে নির্দেশ দিয়েছেন উপাচার্য স্যার।
আরও পড়ুন: লালমনিরহাটে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার
শিক্ষার্থীরা জানান, সাপ আতঙ্কে সন্ধ্যার পর ক্যাম্পাসে খুব হিসেব করে হাঁটাচলা করতে হয়, আর এখন এই বিষধর সাপ দেখে সবার মাঝেই সাপ আতঙ্ক ছড়িয়ে পরেছে।
২ বছর আগে
লালমনিরহাটে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার
লালমনিরহাটের পাটগ্রামে বিশাল আকৃতির প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুড়িরবাড়ী এলাকায় ভুট্টা ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।
পরে প্রাণিসম্পদ ও বন বিভাগ কর্মীদের খবর দিলে তারা গিয়ে সাপটি উদ্ধার করেন। প্রায় ৮ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৬ কেজি।
আরও পড়ুন : ভালো নেই খুলনার সাপুড়ে সম্প্রদায়
এলাকাবাসী জানায়, রবিবার সকাল ৭ টায় কৃষক লুতু মিয়ার ভুট্টা ক্ষেতের জালে অজগর সাপটি আটকে পড়া অবস্থায় দেখতে পায় লুতু মিয়া। পরে তিনি ওই অজগর সাপটিকে একটি লোহার খাঁচায় আটকে রেখে উপজেলা থানা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আখিরুজ্জামান জানান, ‘ধারনা করা হচ্ছে ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টা ক্ষেতের জালে আটকে যায়। অজগরটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় রাখা হবে।’
আরও পড়ুন: পঞ্চগড়ে পাওয়া গেল বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপ
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার করা অজগর সাপটি পাটগ্রাম উপজেলায় নিয়ে এলে সামাজিক ও বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’
৩ বছর আগে
পঞ্চগড়ে পাওয়া গেল বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপ
পঞ্চগড়ের সদর উপজেলায় দুর্লভ প্রজাতির রেড কোরাল কুকরি সাপ পাওয়া গেছে। এবার সাপটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট প্রধানপাড়া এলাকা থেকে মো. শহিদুজ্জামান শহিদ মঙ্গলবার রাতে সাপটি উদ্ধার করেন। সাপটি তার হেফাজতে ছিল।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
তিনি জানান, সাপটি তার বাড়ির পাশের বাঁশ বাগান থেকে বাড়ির আঙ্গিনায় আসলে তিনি সাপটিকে উদ্ধার করেন। বুধবার বিকালে বন্য প্রাণী আলোকচিত্রি ও সংরক্ষক ফিরোজ আল সাবা, প্রকৃতিপ্রেমী নাইম মাহমুদ ও সোহাগ আহম্মেদ সাপটিকে নিয়ে আসেন। বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ সাদিকের পরামর্শক্রমে সাপটিকে বুধবার রাতে জেলার বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের নতুনহাট এলাকার উপযুক্ত স্থানে অবমুক্ত করা হয়।
সাপ উদ্ধারকারী যুবক শহিদুজ্জামান শহিদ বলেন, আমার বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়িতে শাপটি বাদাম খেত থেকে প্রবেশ করলে এসময় প্রতিবেশীর চিৎকারে আমিসহ অনেকে ছুটে যাই তাদের বাড়িতে। পরে আমি শাপটি উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে আসি। রাতেই স্থানীয় বন্যপ্রাণী আলোকচিত্রি ও সংরক্ষক ফিরোজ আল সাবাহকে অবহিত করি। বুধবার বিকালে তিনি সাপটি নিয়ে যান।
আরও পড়ুন : ভালো নেই খুলনার সাপুড়ে সম্প্রদায়
ফিরোজ আল সাবাহ জানান, রেড কুরাল কুকরি নামে এই প্রজাতির সাপটি বাংলাদেশের পঞ্চগড়েই প্রথম ও পর পর তিন বার দেখা গেল। সাপটি দিনের বেলা সূর্যের আলো সহ্য করতে পারে না, যার কারণে রাতের আঁধারে তাকে অবমুক্ত করা হয়েছে।
৩ বছর আগে