ইউএনও ও কৃষি কর্মকর্তা
ঠাকুরগাঁওয়ের সেই লিচু গাছ পরিদর্শন করলেন ইউএনও ও কৃষি কর্মকর্তা
ঠাকুরগাঁও সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কলোনিপাড়া গ্রামে আব্দুর রহমানের সেই লিচু গাছ পরিদর্শন করেছেন সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন ও কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন।
বৃহস্পতিবার দুপুরে তার সেখানে যান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন।
৫ বছর বয়সী ওই ছোট লিচু গাছটিতে ১৭টি লিচু ও একটি আম সদৃশ ফল ধরে ছিল। কিন্তু ফলটি ছিঁড়ে ফেলায় এখন শুধু লিচুগুলি রয়েছে। ইউএনও গাছটির চারিদিকে ঘেরা দেয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: লিচু গাছের আমটি ছিঁড়ে নেয়ার কথা স্বীকার করলেন সাবেক মেম্বার
ফলটি কে ছিঁড়ে ফেলেছে তা জানতে ইউএনও উপস্থিত সকলের সাথে কথা বলেন এবং সাক্ষ্য গ্রহণ করেন। অভিযোগ পেলে তিনি এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া কথা জানান।
উল্লেখ্য, ওই গ্রামের আব্দুর রহমানের (মটকি) বাড়িতে ওই লিচু গাছে ১৭টি লিচুর সাথে একটি আম সদৃশ ফল ধরতে দেখা যায়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাটি দেখার জন্য হাজারও মানুষ সেখানে ভিড় করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম আকৃতির ফল!
কৃষি বিভাগের আমটি নিয়ে গবেষণা করার কথা থাকলেও ফলটি ছিঁড়ে ফেলায় তা আর সম্ভব হয়নি। তবে এই লিচু গাছটিরও ক্ষতি করার আশঙ্কা থাকায় সতর্ক দৃষ্টি রাখার ও ঘেরা দেয়ার কথা বলেন ইউএনও।
৩ বছর আগে