ধানা কাটা
যশোরাঞ্চলে বোরো ধানের মিষ্টি গন্ধে মাতোয়ারা কৃষক-কৃষাণি
গ্রীষ্মের প্রচন্ড গরমেও বোরোর সোনালি ধানের মিষ্টি গন্ধে মাতোয়ারা যশোরের জনপদ। এ অঞ্চলের কৃষাণ-কৃষাণি আনন্দের সাথে ধান কাটা ও মাড়াই শুরু করেছেন।
এ পর্যন্ত মাত্র ১০ শতাংশ ধান কাটার কাজ শেষ হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ৮০ ভাগ ধান কাটা শেষ হবে। কিন্তু ঝড়-বৃষ্টির শঙ্কায় রয়েছেন কৃষকরা।
যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় এ বছর যশোর অঞ্চলের ইরি-বোরো ফলনেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রামের কৃষক বাবলু বলেন, দেড় বিঘা জমিতে চিকন জাতের (২৮) হাইব্রিড ধান আবাদ করেছিলাম। ফলন বেশ ভালো হয়েছে। ধান কাটা হয়েছে। এখন বাড়িতে আনার অপেক্ষা। কাঠায় দেড় মণ করে ধান পাবেন বলে তিনি জানান।
একই গ্রামের মোক্তার হোসেন জানান, আবহাওয়া অনুকূল থাকায় এ বছর বোরোর ফলন বেশ ভালো হয়েছে। তিনি প্রায় এক একর জমিতে চিকন জাতের (২৮) হাইব্রিড ধান চাষ করেছেন। ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সব ধান ঘরে চলে আসবে বলে তিনি জানান।
আরও পড়ুন: হাওরে ৯৯ ও সারা দেশে ৩৯ শতাংশ বোরো ধান কাটা শেষ
৩ বছর আগে