করুণারত্নে
পাল্লেকেলে টেস্ট: তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে ৩১২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। করুণারত্নে ৮৫ এবং ধানাঞ্জায়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশের পক্ষে মেহেদী, তাইজুল ও তাসকিন একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে ১৭৩ ওভারে সাত উইকেটে পাহাড় সমান ৫৪১ তুলে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মুমিনুল হক ।
আরও পড়ুন: দ্বিতীয় দিনেও দুর্দান্ত বাংলাদেশ, বিদেশে মুমিনুলের প্রথম সেঞ্চুরি
আগের দিনের ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে খেলতে নেমে সকালে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেন।
শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ৬৮ এবং তাসকিন ৪ রানে অপরাজিত ছিলেন।
এদিকে, বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ব্যক্তিগত ল্যান্ডমার্কে পৌঁছাতে ব্যবহার করেন ২২৪ বল।
আট বছরের টেস্ট ক্যারিয়ারে মুমিনুল ঘরের মাটিতে সেঞ্চুরি করেছিলেন ১০টি।
এছাড়া নাজমুল হোসেন শান্ত নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন। লাহিরু কুমারের ক্যাচে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে ৩৭৮ বলে ১৭টি চার এবং একটি ছক্কায় ১৬৩ রান করেন তিনি।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: প্রথম ইনিংস: ৫৪১/৭ ডিক্লেয়ার, ১৭৩ ওভার (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮* লিটন ৫০; ফার্নান্দো ৪/৯৬)
শ্রীলঙ্কা: তৃতীয় দিন শেষ: ২২৯/৩, ৭৩ ওভার (করুনারত্নে ৮৫*, থিরিমান্নে ৫৮; তাসকিন ১/৩৫)
৩ বছর আগে