ঘুমধুম সীমান্ত
ঘুমধুম সীমান্তে বিজিবি মহাপরিচালকের সঙ্গে মিয়ানমার বিজিপি’র সঙ্গে কুশালাদি বিনিময়
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ। এসময়, ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে কুশালাদি বিনিময়সহ মিষ্টি বিতরণ করেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ ৩৪ বিজিবি’র অধীনস্থ সীমান্ত এলাকাটি পরিদর্শন করেন।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদের (ঢাকা-২০ সংসদ সদস্য) সঙ্গে মো. হাবিবুর রহমান (বগুড়া-৫ সংসদ সদস্য), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১ সংসদ সদস্য), পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪ সংসদ সদস্য), নূর মোহাম্মদসহ (কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য) কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উজ সাকিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি’র মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ঘুমধুম বিওপি পরিদর্শনের সময় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং সৈনিকদের সঙ্গে কুশালাদি বিনিময় করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সীমানা পেরিয়ে দুই যুবকের ভারতে প্রবেশ, ফিরিয়ে আনল বিজিবি
কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
১ বছর আগে
ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত হয়েছে।
এ সময় ৮০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
নিহত মোহাম্মদ ইব্রাহীম উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করে ইয়াবা কারবারীরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একজনের মরদেহ ৮০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
৩ বছর আগে