অক্সিজেন সংকট
ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে, অক্সিজেন সংকট
গত দুই সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে বেশ কিছু হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিযেছে।
দেশটির সামুদ্রিক বিষয় ও বিনিয়োগ সমন্বয়মন্ত্রী লুহুত বিনসর পাণ্ডজায়ান বলেন, ‘প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা তিন থেকে চারগুণ বৃদ্ধির কারণে সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনে সরকার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নিয়েছে, প্রয়োজনে বিদেশ থেকে অক্সিজেন আমদানি করা হবে।’
শনিবার দেশটির ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যাবার পর ৬৩ জনের প্রাণহানি ঘটে।
আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, ৪২ সেনাসদস্য নিহত
বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ ইন্দোনেশিয়া গত দুই সপ্তাহে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, একদিনে ৫৫৫ জন নিহতের পাশাপাশি নতুন ২৭ হাজার ২৩৩ জন রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনা মহামারির অত্যন্ত বিপজ্জনক সময় পার করছে বিশ্ব : ডব্লিউএইচও
দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মোট মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন।
৩ বছর আগে
দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ১২ করোনা রোগীর মৃত্যু
ভারতের রাজধানী দিল্লিতে দিন-দিন বেড়েই চলেছে অক্সিজেন সংকট। গত সপ্তাহে দু’টি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে থাকা ৫০ করোনা রোগী অক্সিজেন সংকটের কারণে মারা যায়।
এবার দিল্লির অন্যতম আধুনিক একটি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে মারা গেল ১২ জন রোগী।
দিল্লির বাতরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে তাদের অক্সিজেন ঘাটতি দেখা দেয়। দুপুরে এবং বিকালে দু’টি অক্সিজেন ট্যাংকার এসে পৌঁছায়। কিন্তু এরই মধ্যে ১ ঘণ্টা ২০ মিনিট হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ না থাকায় ১২ জন করোনা রোগী প্রাণ হারায়। মৃতদের অধিকাংশই লাইফ সাপোর্ট ছিলেন।
উল্লেখ্য, নিহতদের মধ্যে চিকিৎসক আর কে হিমথানি’ও ছিলেন, যিনি হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালের চিকিৎসাধীন প্রায় ২০০ রোগী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানায় হাসপাতালটির মুখপাত্র।
আরও পড়ুন: ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১৮ জনের মৃত্যু
শনিবার সকাল পর্যন্ত ভারত ৪ লাখের অধিক করোনা রোগী শনাক্ত হয়। এর আগে গত ৯ দিনে প্রতিদিন নতুন শনাক্তের সংখ্যা ছিল ৩ লাখের মতো।
এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ২৫ জন রোগী প্রাণ হারায়। অপরদিকে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির স্বনামধন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে মারা যায় আরও ২৫ জন।
প্রতিবেদন লেখার সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে আর মাত্র দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহের সক্ষমতা রয়েছে। ওই হাসপাতালটিতে বর্তমানে ৬০ জন করোনা রোগী ঝুঁকির মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ মে মহারাষ্ট্রের সরকারি জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন সরবরাহ লাইনের লিকেজের কারণে ২৪ জন রোগী মারা যায়।
৩ বছর আগে
দিল্লির হাসপাতালে ‘অক্সিজেন সংকটে’ ২৫ করোনা রোগীর মৃত্যু
ভারতের রাজধানী দিল্লিতে একটি হাসপাতালে‘অক্সিজেন সংকটের’ কারণে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে এ ঘটনা ঘটে। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডিকে বালুজা বলেন, সরকার থেকে আমাদের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ ছিল। এই অক্সিজেন সন্ধ্যা ৫টার দিকে হাসপাতালে পৌঁছার কথা ছিল। তবে সেগুলো আসে মধ্যরাতে। ততক্ষণে ২০ রোগী মারা যায়।
তিনি আরও বলেন, দুই শতাধিক করোনা রোগী ওই হাসপাতালে ভর্তি আছেন। পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং অক্সিজেনের চাহিদা বাড়ছে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা সংশোধন করে ২৫ জন বলে জানায় এবং দিল্লির হাইকোর্টে এক আবেদনে অক্সিজেন সংকট নিরসনে আদালতের হস্তক্ষেপ কামনা করে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে আঘাত হেনেছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লিতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।
৩ বছর আগে