রকেট হামলা
ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে চারটি রকেট হামলা চালানো হয়েছে।
শুক্রবার(২৬ জুলাই) ইরাকি সামরিক বাহিনীর এক কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আনবার অপারেশন কমান্ডের সাদ আল-ওবাইদি বলেন, বৃহস্পতিবার(২৫ জুলাই) গভীর রাতে অজ্ঞাত একটি সশস্ত্র গোষ্ঠীর নিক্ষেপ করা দুটি রকেট বিমানঘাঁটির ভেতরে আঘাত হানে।
এই বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন বলেও জানান তিনি।
আল-ওবাইদি বলেন, হামলাকারীদের খোঁজে বিমানঘাঁটির আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত ১৬, আহত ২৫: মুখপাত্র
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর থেকে 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ঘাঁটিতে শত শত রকেট ও ড্রোন হামলা চালায়।
আরও পড়ুন: ইসরায়েলে হুতি ও ইরাকের শিয়া মিলিশিয়ার যৌথ ড্রোন হামলা
৪ মাস আগে
চিরনিদ্রায় শায়িত হাদিসুর
ইউক্রেনে রকেট হামলায় নিহত এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নামাজের জানাজা শেষে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে বরগুনা ১- আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌর মেয়র কবির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি কমিশনার, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ গতকাল (সোমবার) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকা থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি তার বাড়িতে রাত ১০টায় পৌঁছায়।
আরও পড়ুন: হাদিসুরের মরদেহ ঢাকায়
উল্লেখ্য, গত রবিবার রোমানিয়া থেকে ইস্তাম্বুল হয়ে হাদিসুরের মরদেহ ঢাকায় আসার কথা থাকলেও ইস্তাম্বুলে প্রবল তুষার ঝড়ের কারণে মরদেহ বহনকারী ফ্লাইট সময় মতো উড়তে পারেনি।
গত ৯ মার্চ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জীবিত ২৮ নাবিক ঢাকায় পৌঁছেন। তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে বুখারেস্টে পৌঁছায় এবং সেখান থেকে ঢাকায় ফিরে আসেন।
রুশ আাগ্রাসনের কারণে বিএসসি জাহাজটি ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে।
৩ মার্চ রকেট হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর নিহত হন। এরপর থেকে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
হাদিসুরের মরদেহ ইউক্রেনের কাছে একটি বাঙ্কারে সংরক্ষিত ছিল। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি অবনতির কারণে হাদিসুরের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া বিলম্বিত হয়।
আরও পড়ুন: 'আর ভাঙা ঘরে থাকতে হবে না', ছোট ভাইকে বলেছিলেন ইঞ্জিনিয়ার হাদিসুর
২ বছর আগে
পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে হাদিসুরকে
ইউক্রেনের বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত নাবিক মো. হাদিসুর রহমানকে মঙ্গলবার বরগুনার বেতাগীর কলতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মঙ্গলবার সকাল ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বেতাগী ইউপি চেয়ারম্যান ও হাদিসুরের চাচা মাকসুদুর রহমান ফোরকান।
হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, ‘আমার ভাইয়ের মরদেহ দুপুর সাড়ে ১২টার দিকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং সব আনুষ্ঠানিকতা শেষে আমরা দুপুর ২টার দিকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হই। আমরা রাতের মধ্যে বরগুনায় পৌঁছে যাব।’
আরও পড়ুন: হাদিসুরের মরদেহ ঢাকায়
২ বছর আগে
আগামীকাল দেশে ফিরছেন আটকে পড়া ২৮ নাবিক
ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়া থেকে আজ মঙ্গলবার (৮ মার্চ) রাতে দেশের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল বুধবার সকালের মধ্যে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় বিশেষ একটি বিমানে ২৮ নাবিক রোমানিয়া রাজধানী বুখারেস্ট থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন। তবে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে, সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন: ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক: পররাষ্ট্রমন্ত্রী
এদিকে বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি অবনতি হয়েছে। সেখানকার কর্মকর্তারা কর্মস্থলে না থাকায় হাদিসুর রহমানের মরদেহ আনার প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না।
এর আগে রবিবার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন।
জানা যায়, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ বুধবার রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশি জাহাজে রকেট হামলা: ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি নাবিকদের
২ বছর আগে
বাংলাদেশি জাহাজে রকেট হামলা: ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি নাবিকদের
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে দেশটির অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় একজন নাবিক নিহত হওয়ার পর জাহাজটিতে থাকা বাকি ২৮ জন নাবিক তাদের নিরাপদে উদ্ধারের আকুতি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন নাবিকরা।
এর আগে বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে অলভিয়া বন্দরে অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজে থাকা নাবিকরা সবাই মিলে আগুন নেভায়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান।
এর পরপরই জাহাজে থাকা নাবিকরা ভিডিও বার্তায় তাদের নিরাপদে উদ্ধারে আকুতি জানায়।
আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত এক নাবিক
রবিউল আলম নামে জাহাজের এক নাবিক ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন।’
‘আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান। আমরা সবাই আছি এখানে। দেখেন।...আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।’
আসিফুল ইসলাম নামে নাবিক দলের এক সদস্য একটি ভিডিওর মাধ্যমে তাদের উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, তারা নিরাপদ স্থানে যাওয়ার তথ্যটি সঠিক নয়।
আরও পড়ুন: ইউক্রেনীয় বন্দরে আটকা পড়েছেন ২৯ বাংলাদেশি নাবিক
ইউক্রেন যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় 'এমভি বাংলার সমৃদ্ধি'। সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র্যাভেনা বন্দরে যাওয়ার কথা ছিল জাহাজটির। জাহাজে ২ নারীসহ বাংলাদেশের ২৯ জন নাবিক ছিল। বর্তমানে ২৮ জন নাবিক অক্ষত রয়েছেন। বন্দরটিতে বিভিন্ন দেশের আরও প্রায় ২০টি জাহাজ আটকে আছে বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)র নির্বাহী পরিচালক পীযুষ দত্ত বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে বুধবার রকেট হামলার পর ২৮ জন নাবিক-ক্রু বর্তমানে জাহাজেই অবস্থান করছেন। তাদের নিরাপদে উদ্ধার করতে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। তবে জাহাজের সবাই অক্ষত ও সুস্থ আছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থী জিম্মির খবর অস্বীকার নয়াদিল্লির
২ বছর আগে
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত এক নাবিক
ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'র ওপর রকেট হামলায় একজন নাবিক নিহত হয়েছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৪৭) মারা গেছেন।
এছাড়া ইউএনবির সঙ্গে আলাপকালে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আনাম চৌধুরী বলেন, বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটের দিকে ৩৩৬ নং অলভিয়া বন্দরে নোঙ্গর করে রাখা জাহাজের ব্রিজে এ রকেট হামলা হয়। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান। এছাড়া বাকি সবাই ভালো আছেন। সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
পড়ুন: পুতিনকে ‘মূল্য’ দিতে হবে, হুঁশিয়ারি বাইডেনের
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এই জাহাজটি। এতে ২৯ জন নাবিক রয়েছে বলে বিএসসি সূত্রে জানা গেছে। এর মধ্যে একজনের মৃত্যু হল।
বিএসসি সূত্রে জানা যায়, সিরামিকের কাঁচামাল 'ক্লে' পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।
তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্যবোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।
জানা গেছে, গত রবিবারও (২৭ ফেব্রুয়ারি) জাহাজটি ওই বন্দরের সামনে নদীতে নোঙর করে রাখা ছিল। জাহাজটি অলভিয়া বন্দর থেকে পণ্যবোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
এর আগে, ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে তুরস্কের ইরেগলি হয়ে ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে বাংলার সমৃদ্ধি। ২২ ফেব্রুয়ারি জাহাজটি বন্দরে নোঙ্গর করে।
পড়ুন: যুদ্ধ নিয়ে নতুন আলোচনায় রাজি ইউক্রেন ও রাশিয়া
এশিয়ার লাখো মানুষ বাস্তুহারা হবে: জাতিসংঘ
২ বছর আগে
জেরুজালেমে অস্থিরতায় গাজা-ইসরায়েল ব্যাপক গোলাগুলি
জেরুজালেম নিয়ে অস্থিরতায় শনিবার (২৪ এপ্রিল) ইসারায়েল এবং গাজা উপত্যকার মধ্যে এযাবতকালের সবচেয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থার এপি জানায়, ফিলিস্তিন হতে অন্তত ৩০ রকেট হামলা চালানো হয় এবং ইসরায়েল গাজার হামাস নিয়ন্ত্রিত হামলা ঘাঁটিগুলোতে প্রতিআক্রমণ চালায়।
আরও পড়ুন: ইসরায়েলকে চতুর্থ আরব দেশ হিসেবে স্বীকৃতি দিল বাহরাইন
জেরুজালেমে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ বেড়েই চলেছে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের অন্যতম কারণ। অনেকদিন ধরে দু’টি দেশের মধ্যে চলে আসা সংঘর্ষের কারণ জেরুজালেম, ইহুদি, খ্রিষ্টান এবং মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। শহরটিতে ইসরায়েলি পুলিশ নিরাপত্তা বৃদ্ধি করে শক্ত অবস্থান নিয়েছে। একই সাথে মার্কিন দূতাবাসও দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) ইসরায়েলি পুলিশ জানায়, এদিন রাতে পৃথক সংঘর্ষে ৪৪ জনকে আটক করা হয় এবং ২০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাঁধা দেয়ায় মুসলিমদের সাথে এবং আরব-বিরোধী মিছিলে কট্টর ইহুদি আন্দোলনকারীদের সাথে পুলিশের আলাদা সংঘর্ষ হয়।
রাতের সংঘর্ষের ঘটনায় গাজা উপত্যকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। শুক্রবার মধ্যরাতে হামাসের সশস্ত বাহিনী ইসরায়েলকে তাদের ধৈর্য্য পরীক্ষা না করার ব্যাপারে সতর্ক করে এবং গাজা উপত্যকার যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা চালানো শুরু করে। শনিবার সকাল পর্যন্ত হামলা অব্যাহত থাকে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান এবং ট্যাংক হামাসের রকেট হামলা এবং এর বেশকিছু স্থাপনা ধ্বংস করেছে। যদিও হামাস হামলার দায় স্বীকার করেনি। তবে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি বাম জোটের সমর্থনে একটি দল কয়েকটি রকেট হামলার দায় স্বীকার করে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বিমান হামলা
রকেট হামলার সতর্কবার্তা আগে থেকে পাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।
পবিত্র রমজান মাসে শুক্রবার জুমার নামাজে ফিলিস্তিনি মুসলিমদের ইসরায়েলি পুলিশরা আল-আকসা মসজিদে প্রবেশ করতে না দিলে, ফিলিস্তিনিরা প্রতিবাদ জানায়। পরে মুসলিম নেতাদের আহ্বানে ফিলিস্তিনিরা মসজিদে নামাজ না পড়ে চলে আসে। তখন থেকেই সংঘর্ষের আশংকা দেখা দেয়।
ওই ঘটনার জের ধরেই সন্ধ্যায় রাস্তায় নামতে শুরু করে ফিলিস্তিনিরা। এরপর থেকে জেরুজালেমের বিভিন্ন এলাকাতেই মুসলিমরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একই সময়ে কট্টরপন্থি ইহুদি একটি সংগঠন ‘লাহাবা’ শতাধিক ইহুদি সমর্থকদের নিয়ে দামাস্কাসের উদ্দেশ্যে মিছিল বের করে এবং আরব তথা ফিলিস্তিনিদের এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য স্লোগান দিতে থাকে। দামাস্কাস এর সন্নিকটে চলে আসলে পুলিশ জল কামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: ফিলিস্তিনের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এদিকে শনিবার (২৪ এপ্রিল) জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নিজের টুইটারে পোস্ট করে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
জেরুজালেমের গ্রান্ড মুফতি শেইখ মুহাম্মদ হোসেন হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, “পুলিশ এবং সেটেলাররা (ইসরায়েলিরা) বিনা কারণে জেরুজালেমের ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।”
৩ বছর আগে