কৃষকের ধান
কুষ্টিয়ায় কৃষকের ধানের গাদায় আগুন দেয়ার অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে রেজাউল ইসলাম নামের এক কৃষকের তিন বিঘা জমির ধানের গাদায় দুর্বৃত্তরা আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল ইসলাম।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মাঠে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
কৃষক রেজাউল ইসলাম জানান,'শত্রুতা করেই আমার এত বড় ক্ষতি করা হয়েছে। আমার জমির ধানগুলো কী দোষ করল? জমিতে রাখা ধানগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হলো। এতে আমার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। ধানের গাদায় আগুন দেয়া রেওয়াজে পরিণত হয়েছে এই গ্রামে। প্রতি বছরই ধানের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন,‘বিষয়টি শুনেছি। আসলেই দুঃখজনক। মাঠের জমিতে রাখা ধানের গাদায় আগুন দেয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, 'বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন: আসাদগেটে গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত ২
গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি
আগুন সন্ত্রাস হলে আগের মতই কঠোর জবাব দেয়া হবে: আইজিপি
২ বছর আগে
শ্রমিক সংকটে ঝালকাঠিতে কৃষকের ধান কেটে দিল যুবলীগ
করোনা মহামারিতে শ্রমিক সংকটে দিশেহারা ঝালকাঠির এক কৃষকের দুই বিঘা জমির বোরো ধান কেটে আঁটি বেঁধে মারাই করে ঘরে তুলে দিয়েছে জেলা যুবলীগের নেতা-কর্মীরা।
শনিবার (১ মে) মহান মে দিবসের সকালে সদর উপজেলার আগলপাশা গ্রামের কৃষক সাইফুল তালুকদারের জমির ধান কাটেন তারা।
কৃষক সাইফুল তালুকদার জানান, ক্ষেতের বোরো ধান পেঁকে ক্ষেতেই পরে ছিল। তীব্র গরম ও প্রখর রোদের তাপে শ্রমিকরা ধান কাটায় অপারগতা প্রকাশ করছিল। এদিকে করোনা ও লকডাউনের কারণে কৃষকের দুশ্চিন্তা আরো বেরে যাচ্ছিল।
আরও পড়ুন: চলনবিলে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা কৃষকের মাঠে গিয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটেন। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তাঁরা। বাড়িতে মেশিনের মাধ্যমে সেই ধান মারাই করেও দেন যুবলীগ নেতা-কর্মীরা।
জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। মহান মে দিবসে যুবলীগের নেতা-কর্মীরা শ্রমিকের কাজ করে কৃষকের মুখে হাঁসি ফুটিয়েছে। ঝালকাঠি জেলা যদি কোন কৃষক ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে ভোগেন, যুবলীগ সেই কৃষকের পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।
৩ বছর আগে
কৃষকের ধান কেটে দিল নওগাঁর যুবলীগ নেতা-কর্মীরা
নওগাঁয় চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। লকডাউনের কারণে কিছুটা শ্রমিক সংকটে পড়ায় কৃষকদের পাকা ধান কেটে দিল জেলা যুবলীগের নেতা-কর্মীরা।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলার শিমুলিয়া এলাকায় নজরুল ইসলাম নামে ওই কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ির পৌঁছে দেয় যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী।
আরও পড়ুন: যশোরাঞ্চলে বোরো ধানের মিষ্টি গন্ধে মাতোয়ারা কৃষক-কৃষাণি
কৃষক নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস ও লকডাউনের কারনে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। বেশি দাম দিয়ে শ্রমিকও নিতে পারছি না। ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। খবর পেয়ে যুবলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, লকডাউনের কারণে জেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। আমরা খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার জমির ধান সকলে মিলে কেটে দিয়েছি।
আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: হাওরে ৯৯ ও সারা দেশে ৩৯ শতাংশ বোরো ধান কাটা শেষ
আরও পড়ুন: হাওরে ধান কাটার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে: কৃষিমন্ত্রী
৩ বছর আগে