ধান কেটে দিল যুবলীগ
কৃষকের ধান কেটে দিল নওগাঁর যুবলীগ নেতা-কর্মীরা
নওগাঁয় চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। লকডাউনের কারণে কিছুটা শ্রমিক সংকটে পড়ায় কৃষকদের পাকা ধান কেটে দিল জেলা যুবলীগের নেতা-কর্মীরা।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলার শিমুলিয়া এলাকায় নজরুল ইসলাম নামে ওই কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ির পৌঁছে দেয় যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী।
আরও পড়ুন: যশোরাঞ্চলে বোরো ধানের মিষ্টি গন্ধে মাতোয়ারা কৃষক-কৃষাণি
কৃষক নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস ও লকডাউনের কারনে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। বেশি দাম দিয়ে শ্রমিকও নিতে পারছি না। ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। খবর পেয়ে যুবলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, লকডাউনের কারণে জেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। আমরা খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার জমির ধান সকলে মিলে কেটে দিয়েছি।
আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: হাওরে ৯৯ ও সারা দেশে ৩৯ শতাংশ বোরো ধান কাটা শেষ
আরও পড়ুন: হাওরে ধান কাটার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে: কৃষিমন্ত্রী
৩ বছর আগে