আশঙ্কামুক্ত
নতুন করে কোভিড পরীক্ষা করালেন খালেদা জিয়া
করোনার আর কোনো লক্ষণ না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাইরাস থেকে সুস্থ হয়েছেন কিনা জানতে শনিবার নতুন করে কোভিড-১৯ পরীক্ষা করান বলেতার ব্যক্তিগত চিকিত্সক মোহাম্মদ আল মামুন জানিয়েছেন।
ইউএনবির সাথে আলাপকালে মামুন বলেন, খালেদার মেডিকেল দলের সদস্যরা তার কোভিড পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার পরবর্তী চিকিত্সা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: মৃদু জ্বরে ভুগছেন খালেদা, অবস্থা এখনও স্থিতিশীল: ডাক্তার
তিনি বলেন, খালেদার বাসভবনে ভাইরাসে সংক্রমিত আরও আটজনও সকালে নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন।কেননা তাদেরও ভাইরাসের কোনো লক্ষণ নেই। 'আমরা প্রথমে তাদের জন্য সকালে পরীক্ষার ব্যবস্থা করেছি এবং তারপর বিকেলে ম্যাডামের জন্য।'
খালেদার মেডিকেল দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা ভালো আছে।
তিনি বলেন, 'ম্যাডাম এখন খুব ভালো আছেন। কোভিডের কোনো লক্ষণ তার নেই।'
আরও পড়ুন: খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত
বিএনপি প্রধান এখন আশঙ্কামুক্ত আছেন কিনা জানতে চাইলে জাহিদ বলেন, তার নতুন করে পরীক্ষা না করে তারা এখনও এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। 'ম্যাডাম গত বৃহস্পতিবার ভাইরাস সংক্রমণের তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছেন। কিছু ক্ষেত্রে, ভাইরাস-সংক্রমিত রোগীদের অবস্থা তৃতীয় সপ্তাহে অবনতি হতে পারে। সুতরাং, আমরা এখন তার নতুন পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছি।'
তিনি বলেন, খালেদা জিয়ার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। 'তার শ্বাস-প্রশ্বাস এবং অক্সিজেন স্যাচুরেশন খুব ভালো। তারখাবারে স্বাদ আগের মতোই আছে। '
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল
খালেদা জিয়ার বাড়ির আটজন সদস্য ভাইরাসে সংক্রমিত হওয়ায় ১০ এপ্রিল তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন এবং তার রিপোর্ট পজেটিভ আসে।
করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই গত বছরের ২৫ মার্চ সরকার একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দিয়েছে। পরে, সরকার তার এই মুক্তি আদেশ দুই বার বাড়ায়।
৩ বছর আগে