লঙ্কান অধিনায়ক
করুণারত্নে-ধনাঞ্জয়ের কাছে পাত্তা পেল না টাইগাররা
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে টাইগারদের একেবারে পাত্তাই দিলেন না লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারাত্নে এবং ধনাঞ্জয় ডি সিলভা। উইকেটহীন একটি দিন কাটিয়েছে টাইগাররা।
শনিবার (২৪ এপ্রিল) আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হবার আগ পর্যন্ত বাংলাদেশ ৭৬ ওভার বোলিং করে ২৮৩ রান দিয়েছে। চতুর্থবারের মতো টেস্টে বাংলাদেশ উইকেটবিহীন দিন কাটাল।
আরও পড়ুন: পাল্লেকেলে টেস্ট: তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ
অপরদিকে এই নিয়ে ষষ্ঠবারের মতো টেস্টে বিনা উইকেটে স্বাচ্ছন্দ্যে একটি পুরো দিন পার করল লঙ্কানরা। চতুর্থ উইকেটে তাদের গড়া জুটিতে ৩২২ রান এসেছে। চতুর্থ দিন শেষে লঙ্কান অধিনায়ক করুণাত্নে ক্যারিয়ার সেরা ২৩৪ রান এবং ধনাঞ্জয় ১৫৪ রানে অপরাজিত আছেন ।
বর্তমানে বাংলাদেশের লিড এসে দাঁড়িয়েছে মাত্র ২৯ রানে। রবিবার শ্রীলঙ্কা চটজলদি কিছু রান তুলে বাংলাদেশের জন্য কিছু অস্বস্তিকর মুহূর্ত উপহার দেবে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।
আরও পড়ুন: দ্বিতীয় দিনেও দুর্দান্ত বাংলাদেশ, বিদেশে মুমিনুলের প্রথম সেঞ্চুরি
এর আগে তৃতীয় দিনে দুপুরের বিরতির আগে ১৭৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
৩ বছর আগে