অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
বাগেরহাটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- অ্যাম্বুলেন্সের মালিক আল-মামুন (৩০), চালক মিলন খান (৩২) ও সহকারী শিমুল (৩০)।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিদগ্ধদের হাসপাতালে দেখতে গেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
অ্যাম্বুলেন্সের মালিক জানান, তারা তিনজনে মিলে শরণখোলার রায়েন্দা ফেরিঘাট এলাকার শ্বাসকষ্টের এক রোগীকে খুলনা নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়ি যান। এই সময় অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন সিলিন্ডার খুলে নেয়ার সময় হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে তারা তিন জন দগ্ধ হন।
আরও পড়ুন: লঞ্চে আগুন: বাবা-মেয়ে দগ্ধ, বাঁচতে পারেনি মা
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারত্মকভাবে দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
২ বছর আগে
বাগদাদে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন
ইরাকের রাজধানী বাগদাদে করোনা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাথমিকভাবে ১৫ জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দমকলকর্মীরা ইবনে খাতিব হাসপাতালে আগুন নেভাতে ছুটে আসে এবং নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর করোনাভাইরাস রোগীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে।
ঘটনাস্থলে উপস্থিত ডা. সাবাহ আল-কুজায়ে বলেন, ‘আমি জানি না সেখানে কতজন দগ্ধ হয়েছে, পুরো জায়গা জুড়ে অনেক পুড়ে যাওয়া লাশ রয়েছে।’
আরও পড়ুন: করোনায় বিশ্বে আক্রান্ত ১৪ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে
চিকিত্সা ও নিরাপত্তা কর্মকর্তাদের মতে, প্রাথমিক প্রতিবেদনে ১৫ জন নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।
দেশটির সরকার এখনো হতাহতের নির্দিষ্ট কোনো সংখ্যার কথা জানায়নি।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে কমপক্ষে ১২০ জন রোগী ছিলেন বলে হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভিতরে বিস্ফোরিত হলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কমপক্ষে দুজন চিকিৎসক নিশ্চিত করেছেন যে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।
ইরাক ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রতিদিন দেশটিতে ৮ হাজারের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হচ্ছে। সরকার জনগণকে টিকা নেয়ার জন্য অনুরোধ করছে, তবে স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং বিশেষ করে ভ্যাকসিনের প্রতি জনগণের অবিশ্বাসের কারণে চাহিদা কম রয়েছে।
৩ বছর আগে