চীনের উপহার
সিনোফার্ম-ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৯ জুন থেকে সিনোফার্ম এবং ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও প্রথম ডোজ শুরু হচ্ছে।’
সোমবার (১৪ জুন) বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
জাহিদ মালেক বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।’
তিনি বলেন, হাসপাতালের ছবি দেখিয়ে করোনা নিয়ন্ত্রণ হবে না।
এসময় করোনার উৎপত্তিস্থলের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান জানান তিনি।
চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।
আরও পড়ুন: কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতি
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ১৭২ জনে দাঁড়াল।
আরও পড়ুন: কোভিড-১৯: প্রতি মাসে ২৫ লাখ লোককে টিকা দেবে সরকার
এছাড়া ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনে পৌঁছেছে।
৩ বছর আগে
করোনা মোকাবিলা: যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল সামগ্রী দেশের পথে
কোভিড-১৯ মোকাবিলায় সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো মেডিকেল সামগ্রী দেশের পথে রয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে আরও ৪৩ প্রাণহানি, শনাক্ত ১১.০৩ শতাংশ
দেশটির ট্র্যাভিস এয়ার বেইস পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় মার্কিন সরকারের উদার সহায়তা বাংলাদেশের সক্ষমতা ব্যাপকভাবে জোরদার করবে।’
আরও পড়ুন: আইইডিসিআর সমীক্ষা: নমুনার ৮০ শতাংশই ভারতীয় করোনা শনাক্ত
এদিকে, চীন সরকার উপহার হিসেবে ৬ লাখ টিকার ডোজ ১৩ জুনের মধ্যে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।
৩ বছর আগে
কোভিড-১৯: দেশে একদিনে আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। এনিয়ে এনিয়ে মোট মৃত্যু ১২ হাজার ৪৫ জনে দাঁড়াল।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে পৌঁছেছে।
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩৩ জন মারা গেছেন এবং ১ হাজার ২৩০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৭.৪৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৮ জন। মোট সুস্থ ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর হার ১.৫৫ শতাংশ।
আরও পড়ুন: চীনের উপহার ৫ লাখ টিকা বাংলাদেশে
এদিকে, চীন সরকারের উপহার করোনার চাইনিজ সিনোফার্ম ভ্যাকসিনের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।
বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইট করোনার টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নিজেদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও চীন বাংলাদেশের প্রয়োজনের কথা মাথায় রেখে ঈদ উপহার হিসেবে ৫ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাল।
ভারতের করোনা পরিস্থিতি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারতে বুধবার মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।
সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৫ জন করোনা রোগী মারা গেছেন।
এছাড়া দেশটিতে এই সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।
অন্যদিকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনে। খবর এনডিটিভির।
প্রতিবেশী এই দেশটিতে করোনার সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ১ মে থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
৩ বছর আগে
মে মাসের প্রথম সপ্তাহে ২১ লাখ টিকা আসছে
মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশ কোভিড-১৯ ভ্যাকসিনের ২১ লাখ ডোজ পাবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন।
তিনি বলেন, ‘এক লাখ কোভ্যাক্স দেবে। আর ২০ লাখ দেবে সেরাম ইনস্টিটিউট। গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজে কার্যক্রমের চলবে।
রবিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আলোচনা সভার পরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান
মহাপরিচালক বলেন, চীনের উপহারের টিকা নেয়া হচ্ছে। এটা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দেবে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি।
আরও পড়ুন: টিকার মজুদ নিয়ে চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সাথে জরুরি পণ্য পরিবহণ ছাড়া সব ধরনের যোযাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে। দেশে তিনটি ফার্মাসিউটিক্যালস'র করোনার টিকা তৈরি সক্ষমতা আছে৷ সব ধরনের টিকা ব্যবহারের সময় কিছু ক্ষতি হয়। করোনার ক্ষেত্রেও পাঁচ থেকে দশ শতাংশের মতো ক্ষতি হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার উদ্যোগ সরকারের
৩ বছর আগে