করোনা পরিস্থিতির অবনতি
করোনার ১ম ডোজের টিকাদান সোমবার থেকে স্থগিত
সারাদেশে সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম স্থগিত করেছে সরকার।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ ৩ কোটি অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা সংগ্রহের চুক্তি করেছিল। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র ৭০ লাখ টিকা পেয়েছে। এছাড়া ভারত ৩৩ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায়।
যদিও এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলাদেশের কাছে পর্যাপ্ত টিকার মজুদ আছে বলে জনগণকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু বর্তামনে ভারতে করোনার পরিস্থিতির চরম অবনতির কারণে পর্যাপ্ত টিকা সঠিক সময়ে পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে উঠেছে।
করোনার পরিস্থিতির অবনতির কারণে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই করোনার টিকা রপ্তানিকারী দেশ ভারত টিকা আমদানি করা শুরু করে।
বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অক্সফোর্ডের করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। করোনার প্রথম ডোজের পাশাপাশি ৮ এপ্রিল হতে করোনার দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: মে মাসের প্রথম সপ্তাহে ২১ লাখ টিকা আসছে
এদিকে রবিবার ম্যালারিয়া দিবসের আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকদের জানান, মে মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে করোনার ২১ লাখ টিকা আসবে। এর মধ্যে বেশির ভাগ টিকাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে আমদানি করবে বাংলাদেশ।
২১ লাখ টিকার মধ্যে কোভ্যাক্স সরবরাহ করবে ১ লাখ ডোজ এবং বাকি সব টিকার সেরাম ইনস্টিটিউটের সরবরাহ করার কথা রয়েছে।
৩ বছর আগে