পণ্যবাহী যান চলাচল
বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে ১৪ দিন: পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় সরকার ভারতের সাথে সোমবার থেকে সকল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে দুই দেশের মধ্যে মালবাহী যান চলাচল অব্যাহত থাকবে।
রবিবার ইউএনবিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত ব্যবহার করে মানুষের যাতায়াত বন্ধ থাকবে। কিন্তু দুই দেশের মধ্যে পণ্যবাহী যান চলাচল করবে।’
সোমবারর সকাল ৬টা থেকে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
আরও পড়ুন: করোনার ১ম ডোজের টিকাদান সোমবার থেকে স্থগিত
এপির এক প্রতিবেদনে জানানো হয়, করোনার পরিস্থিতির চরম অবনতির কারণে ভারতের শ্মাশান এবং কবরস্থানগুলোতে লাশের অতিরিক্ত চাপের কারণে দিনভরই চলে শেষকৃত্যের কাজ। হঠাৎ করেই রোগী সংখ্যা বেড়ে যাওয়া দেশটিতে চরম অক্সিজেন সংকট দিয়েছে। অক্সিজেন স্বল্পতা এবং চিকিৎসার অভাবেই প্রতিদিন অনেক রোগী মারা যাচ্ছে।
রবিবার পরপর চতুর্থ দিনের মত সারাবিশ্বে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড গড়েছে ভারত।
প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বর্তমান নতুন ভ্যারিয়েন্ট করোনার বিপক্ষে সরকারের জয়ী হওয়ার দাবিকে ফিকে করে দিয়েছে।
২৫ এপ্রিল ভারতে নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে প্রায় ১ কোটি ৬৯ লাখ রোগী করোনায় আক্রান্ত হয়েছে।
আরও পড়ুন: মে মাসের প্রথম সপ্তাহে ২১ লাখ টিকা আসছে
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন করে ২ হাজার ৭৬৭ জন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। বর্তমানে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।
অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, আসল মৃত্যু সংখ্যা বর্তমানের চেয়ে অনেক বেশি হতে পারে। কেননা, করোনা আক্রান্ত সন্দেহে মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা এই গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি।
৩ বছর আগে