মাস মাছ ধরা নিষিদ্ধ
কাপ্তাই হ্রদে আগামী ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ
আগামী ১ মে দিবাগত রাত থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের অফিস কক্ষে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি ও নিশ্চিতকরণ বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২২ হাজার ২৫০ জন জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদের মৎস্যজীবীদের জন্য আরও ৪৩৯.১২ মেট্রিক টন চাল বরাদ্দ
৩ বছর আগে