তরুণী নিহত
গুলশানে তরুণী নিহত: বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
রাজধানীর গুলশান এলাকার একটি ফ্ল্যাট সোমবার রাতে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মুসারাত জাহান মুনিয়া (২১) কুমিল্লার মনোহরপুরের বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে।
গুলশান ২-এর ১২০ নম্বর সড়কের বিলাসবহুল ফ্ল্যাটে একা থাকতেন মুসারত। তার পরিবার কুমিল্লা শহরে বাস করে।
পুলিশ জানিয়েছে, একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রায়শই মুসারাতের ফ্ল্যাটে আসা-যাওয়া করতেন।
ভুক্তভোগীর বোন নুসরাত জাহান রাত দেড়টার দিকে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বিয়ের জন্য চাপ দেয়ায় তরুণীকে হত্যা, রাজশাহীতে পুলিশসহ গ্রেপ্তার ৪
নিহতের স্বজনের বরাতে পুলিশ জানায়, মুনিয়া রবিবার তার বড় বোনকে ফোন করে বলেছিলেন ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় এসে সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না।
পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরে তার বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ অবস্থা তিনি বাড়িওয়ালাকে খবর দিলে পুলিশকে ফোন করেন।
গুলশানের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
৩ বছর আগে