পুকুর খনন
ঠাকুরগাঁওয়ে পুকুর খননের সময় উদ্ধার কৃষ্ণমূর্তি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও এলাকা থেকে প্রায় সাড়ে ৮ কেজি ওজনের কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
জানাগেছে, বুধবার দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে করিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় স্থানীয় আহসান হাবীব (হাসান) নামে এক ব্যক্তি কৃষ্ণমূর্তিটি দেখতে পেয়ে বাসায় তুলে নিয়ে যায়।
বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানাজানি হলে রাণীশংকৈল প্রেস ক্লাব সাবেক সভাপতি ফারুক আহামদ সরকার সামাজিক যোগাযোগে ভাইরাল করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা পুলিশ ফোর্স নিয়ে প্রায় ৭২ ঘণ্টা পর কৃষ্ণমূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়।
রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান, সংবাদকর্মীদের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শুক্রবার বিকালে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার (১৯ আগস্ট) সকালে প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে কৃষ্ণমূর্তিটি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার
লোহাগড়ায় জগন্নাথ মন্দির থেকে দেব-দেবীর মূর্তি চুরি!
৮৩৯ দিন আগে
ফরিদপুরে পুকুর খননের সময় বেরিয়ে এলো মানুষের কঙ্কাল
ফরিদপুরের সালথা উপজেলায় পুকুর খনন করতে গিয়ে মানুষের কঙ্কাল সন্ধানের খবর পাওয়া গেছে।
রবিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হোসেন শিকদার নামে এক ব্যক্তির পুকুর খনন করতে গিয়ে ওই কঙ্কালের সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন: চট্টগ্রামের হাটহাজারী থেকে মানব কঙ্কাল উদ্ধার
আটঘর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. মোকাদ্দেছ হোসেন জানান, বোয়ালিয়া গ্রামের হোসেন শিকদার বাড়ির পাশে একটি পুকুর খননের কাজ শুরু করে। খননকালে সেখানে মানুষের হাত-পায়ের হাড় ও একটি খুলি পাওয়া যায়। সেগুলো অন্যত্র মাটি চাপা দেয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি থেকে কঙ্কালগুলো তুলে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: যুবকের কঙ্কালসহ সাভারে ২ লাশ উদ্ধার
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, পুকুর খননকালে ১৫ ফিট মাটির নিচে একটি মাথার খুলি পাওয়া যায়। গভীর মাটির নিচে থেকে খুলিটি পাওয়ায় ধারণা করা হচ্ছে ওই জায়গাটি কবরস্থান ছিল।
১৬৭১ দিন আগে
রাজশাহীতে পুকুর খননের সময় মর্টার শেল উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পাশে যুদ্ধকালীন সময়ের মর্টার শেল পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেলটি পেয়ে পাশেই অবস্থিত বধ্যভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন।
আরও পড়ুন: চান্দিনায় অবিস্ফোরিত ৫টি মর্টার শেল উদ্ধার
পরে পুলিশের সদস্যরা র্যাব ফোন করলে র্যানবের দল এসে তা ঘিরে দেয়।
আরও পড়ুন: জাফলং থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের।যেহেতু বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিল। সেখান থেকেই ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের।
আরও পড়ুন: আখাউড়ায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
তিনি আরও বলেন, মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলে মর্টার শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
১৬৮৩ দিন আগে