জরুরি মেডিকেল সহায়তা
কোভিড-১৯: জরুরি মেডিকেল সহায়তা দিয়ে ভারতের পাশে বাংলাদেশ
ভারতের করোনা মহামারি পরিস্থিতির অবনতির মধ্যেই জরুরি ভিত্তিতে ওষুধ ও অন্যান্য মেডিকেল সামগ্রী প্রেরণ করে ভারতের মানুষের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতে জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার শিশি অ্যান্টি-ভাইরাল ইঞ্জেকশন, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক-ক্যালসিয়াম-ভিটামিনসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ প্রেরণ করা হবে।
করোনায় ভারতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পরার ফলে অগণিত মানুষের অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কসমসের ভার্চুয়াল সভা বৃহস্পতিবার
ভারতে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ও শনাক্ত
বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ ভারতের বর্তমান কঠিন অবস্থার প্রতি সংহতি জানিয়ে দেশটির সবরকম প্রয়োজনে পাশে থাকা এবং মানুষের জীবন বাঁচাতে ভবিষ্যতে প্রয়োজনীয় সকল সম্ভবপর সহযোগিতার ইচ্ছা প্রকাশ করা হয় বিবৃতিতে।
ভারতের বর্তমান করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনা শনাক্তা এবং আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখের ৮০ হাজারের বেশি মানুষ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৬৪৫ জন। মহামারির শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৩২ জনে পৌঁছেছে।
৩ বছর আগে