র্যাব-৩
সাভারে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক
সাভারে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব -৩।
বৃহস্পতিবার সকালে র্যাব-৩ সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ জঙ্গিবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আটক সাইফুল ইসলাম (২২) নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও জয়ী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাব-৩ এর কর্মকর্তারা জানায়, আটক ওই জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে শিক্ষকতার আড়ালে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার থাকার কক্ষ তল্লাশি করে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, বিষয়টির তদন্ত চলছে।
৩ বছর আগে