শৈলকুপায় দুর্ঘটনায় নিহতদের পরিবার
শৈলকুপায় দুর্ঘটনায় নিহতদের পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে টাকা ও ঘাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা।
নিহত পরিবারদের ৫০ হাজার টাকা ও দুই বস্তা খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার শৈলকুপার দুধসর নামক স্থানে ইজিবাইক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়।
নিহতরা হলেন শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (৫০), একই উপজেলার শ্রীপুর গ্রামের ইনসার আলীর ছেলে সজিব হোসেন (১৮) ও দুধসর গ্রামের রফিকুল ইসলাম জোয়ার্দ্দারের স্ত্রী রেনুকা খাতুন (৫০)।
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. মজিবর রহমান মৃত পরিবারদের খোঁজ খবর নেন। তিনি তাৎক্ষণিকভাবে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন। সেই মোতাবেক শৈলকুপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার তাদের পরিবারদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ও দুই বস্তা খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এদের মধ্যে তহুরা খাতুনের পরিবারকে ২০ হাজার, সজিব হোসেনের পরিবারকে ২০ হাজার ও রেনুকা খাতুনের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৩ বছর আগে