স্পুটনিক ভি ভ্যাকসিন
করোনা: দেশে বেসরকারি খাতে ভ্যাকসিন উৎপাদনের বিপক্ষে বিশেষজ্ঞরা
স্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো করোনার ভ্যাকসিন আমদানি বা উৎপাদন করার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখাচ্ছে। তবে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন বেসরকারি খাত নয়, বরং সরকারের উচিৎ নিজস্ব উদ্যোগে করোনার ভ্যাকসিন সংগ্রহ করা বা উৎপাদন করা। এত ভ্যাকসিনের মান, সাশ্রয়যোগ্যতা ও সুষম বণ্টন নিশ্চিত করা যাবে।
রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন বাংলাদেশে তৈরির জন্য সরকারকে প্রস্তাব দেওয়া তিনটি প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে তৎপরতা জোরদার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
বিশ্লেষকরা সরকারকে করোনার ভ্যাকসিন তৈরির জন্য স্বল্প সময়ের মধ্যে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) বা রাষ্ট্রায়ত্ত এসেনশিয়াল ড্রাগস্ লিমিটেডকে (ইডিসিএল) আধুনিকায়নের মাধ্যমে করোনার টিকা উৎপাদনের পরামর্শ দিয়েছেন।
বেসরকারি উদ্যোগ
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) মুখপাত্র রোবেদ আমিন জানান, ইনসেপটা, ইউনিহেলথ এবং পপুলার ফার্মাসিউটিক্যালস, এই তিনটি স্থানীয় প্রতিষ্ঠান রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন: টিকার জন্য রাশিয়ার সাথে শিগগিরই চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, একই ভ্যাকসিন তৈরির জন্য প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তাব সরকারকে দিয়েছে এবং তাদের সক্ষমতা যাচাই করা হবে।
এছাড়া ডিজিএইচএসের এই কর্মকর্তা জানান, আরেক বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল সংস্থা রেনাটা লিমিটেড মডার্নার কোভিড-১৯ টিকা আমদানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন: ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ অনুদানের আহ্বান ইউনিসেফের
এছাড়া সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ভ্যাকসিন উৎপাদনের সম্ভাবনাও যাচাই করছে সরকার।
টিকা উৎপাদনের সক্ষমতা কেমন?
যদিও তিনটি সংস্থা ভ্যাকসিন উৎপাদনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, তবে ডিজিএইচএসের প্রাক্তন পরিচালক ডা. বেনাজির আহমেদ বলেছেন, সংস্থাগুলোর এই কাজটি করার ক্ষমতা নিয়ে তার সন্দেহ আছে।
তিনি বলেছেন, “সংস্থাগুলো রাশিয়া বা চীন থেকে প্রচুর পরিমাণে ভ্যাকসিন আমদানি করে, দেশে বোতলজাত বা প্যাকেজিং করে বিপণনের ব্যাবস্থা করতে পারে। তবে প্রচুর পরিমাণে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চাহিদা মেটাতে অনেক বেশি সময় লাগবে। ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পাওয়ার জন্য আবেদন করা সংস্থাগুলির সক্ষমতা গুরুত্বের সাথে মূল্যায়ন করা উচিত সরকারের।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রাক্তন উপদেষ্টা প্রফেসর মোজাহেরুল হকও মনে করেন যে, এই সংস্থাগুলোর ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল সুবিধাদির ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো অবশ্যই খুব ভালো মানের ওষুধ উৎপাদন করে। তবে করোনার ভ্যাকসিন উৎপাদনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি এবং সুবিধা নেই তাদের কাছে। যেহেতু কিছু সংস্থা করোনার ভ্যাকসিন উৎপাদনের জন্য আগ্রহ দেখাচ্ছে, তাই তাদের সক্ষমতা সঠিকভাবে পরীক্ষা করা উচিত।’
৩ বছর আগে
করোনার সর্বশেষ পরিস্থিতি: দেশে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে বলে শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা, করোনায় আরও ৫৭ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৪৫০ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনা চিকিৎসায় দেশে ৮৩৩৫ বেড ও ৪৫৯ আইসিইউ বেড খালি: স্বাস্থ্য মন্ত্রণালয়
এর আগে বৃহস্পতিবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৮৮ জন মারা গেছেন এবং ২ হাজার ৩৪১ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০.৩৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। মোট সুস্থ ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ। মৃত্যুর হার ১.৫১ শতাংশ।
চীনা ভ্যাকসিনের অনুমোদন
সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চীনের তৈরি সিনোফার্ম ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) এক সভায় চিনের তৈরি ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে প্রয়োগের জন্য অনুমতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণের কথা জানান ডিজিডিএ মহাপরিচালক মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়।
আরও পড়ুন: করোনা: এবার চীনা ভ্যাকসিনের অনুমোদন দিল সরকার
মাহবুবুর রহমান বলেন, সিনোফার্মের টিকাটি চীনসহ বিভিন্ন দেশে অনুমোদিত। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি। সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আমরা যাচাই-বাছাই করেছি।
তিনি বলেন, আমাদের একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। এই কমিটি ১২ সদস্য বিশিষ্ট। তারা এই টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি কার্যকরী ক্ষমতা অনেক ভালো।
ভারত থেকে আনা অক্সফোর্ডের টিকার প্রথম ডোজের স্বল্পতা দেখা দেয়ায় গত সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনার প্রথম ডোজের টিকা দেয়া কার্যক্রম বন্ধ রেখেছে সরকার। ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতির কারণে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ী টিকা প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়ায় এই পরিস্থিতির তৈরি হয়েছে।
বিশ্ব পরিস্থিতি
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ১ লাখ ২৪ হাজার ২৪৮ জনে।
এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ লাখ ৬১ হাজার ৯৭১ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৫ হাজার ১৯৩ জন মৃত্যুবরণ করেছেন।
আরও পড়ুন: করোনায় বিশ্বে আক্রান্ত ১৫ কোটি ছাড়াল
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ১৮৬ জনের।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮৩২ জন।
মেক্সিকো মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৪৪৭ জন।
৩ বছর আগে