ল্যান্ড মাইন
সিরিয়ায় আইএসের ল্যান্ড মাইন বিস্ফোরণে ৬ বেসামরিক নাগরিক নিহত
সিরিয়ায় একটি মারাত্মক স্থল মাইন বিস্ফোরণে রবিবার অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
বার্তা সংস্থা সানা বলেছে যে বিস্ফোরণটি বেসামরিক লোকদের আঘাত করেছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিল এবং দক্ষিণ দেইর ইজ-জোর প্রদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর পুতে রাখা একটি স্থল মাইনকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি।
একদিন আগে সানা জানিয়েছে যে ছয়জন লোক - যারা ট্রাফলের সন্ধানে যাচ্ছিল - হোমসের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলের মরুভূমিতে আইএসের রেখে যাওয়া একটি ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বিস্ফোরণে তারা নিহত হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার নিহতের সংখ্যা ৯ জন বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে যে এই ঘটনাটি ৩০ শিশু সহ যুদ্ধ থেকে অবশিষ্ট মাইন এবং অন্যান্য বিস্ফোরক বস্তুর বিস্ফোরণের ফলে এ বছর নিহত বেসামরিক লোকের সংখ্যা ১৩৯ -এ দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার সিরিয়ায় নিহত
ট্রাফলগুলো একটি মৌসুমী খাবার যা উচ্চ মূল্যে বিক্রি করা যেতে পারে। যেহেতু ট্রাফল শিকারীরা প্রত্যন্ত অঞ্চলে বড় দলে কাজ করে, তাই আইএস জঙ্গিরা বারবার তাদের ওপর হামলা করেছে। মরুভূমি থেকে তাদের অপহরণ করতে, কাউকে হত্যা করতে এবং অর্থের জন্য অন্যদের মুক্তিপণ দেওয়ার জন্য তাদের শিকার করেছে।
ফেব্রুয়ারিতে, আইএস স্লিপার সেলগুলো কেন্দ্রীয় শহর সুখনার কাছে ট্রাফল সংগ্রহকারী কর্মীদের আক্রমণ করে, এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শ্রমিক এবং কিছু সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীও ছিল।
আরও পড়ুন: সিরিয়ায় আইএসের হামলায় নিহত বেড়ে ৫৩
১ বছর আগে
রাবি'র সেই পুকুর থেকে মর্টার শেল, রকেট লঞ্চার, ল্যান্ড মাইন উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে পাশের বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে আরও দুটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশ এগুলো উদ্ধার করে।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, দুপুরে এক যুবক বধ্যভূমি এলাকার পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে একটি মর্টার শেল পায়। পরে তিনি সেটি উদ্ধার করে পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপর পুলিশ ওই পুকুরে গিয়ে আরও একটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পায়। বোমাগুলো মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর খননের সময় মর্টার শেল উদ্ধার
এগুলো সক্রিয় কিনা তা পরীক্ষা করতে বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে, গত ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই জায়গা থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে।
৩ বছর আগে