দেশীয় অস্ত্র
চবিতে সংঘর্ষ: ৫ বহিরাগত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের বিবাদমান বিভিন্ন উপ গ্রুপের মধ্যে দাফায় দফায় সংঘর্ষের ঘটনায় দু’টি আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন।
এই সময় ৫ জন বহিরাগতকে আটক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের পর দু’টি হলে তল্লাশি চালায় পুলিশ। রাত ১০টা থেকে শুরু হয়ে এই অভিযান চলে ১১টা পর্যন্ত।
অভিযানে শাহজালাল হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে কর্তৃপক্ষ। এছাড়া শাহ আমানত হল থেকে ৫ জন বহিরাগতকে আটক করা হয়।
আরও পড়ুন: চবিতে চতুরমুখী সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগ
তবে আটকদের পরিচয় জানাতে রাজি হননি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, গতকালের (বৃহস্পতিবার) ঘটনার জেরে আজকেও (শুক্রবার) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, কিছু দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫ জন বহিরাগতকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দু’টি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
আরও পড়ুন: ফের চালু হল চবি’র শাটল ট্রেন
চবির শাটল ট্রেন বন্ধ, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী
৫৮৮ দিন আগে
রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক: র্যাব
রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২৯ ছিনতাইকারীকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরে বাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালায় র্যাব। ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই এলাকাগুলো থেকে ছুরিসহ দেশীয় অস্ত্রসহ মোট ২৯ জন ছিনতাইকারীকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য এবং ছিনতাইয়ের জন্য বিভিন্ন দলে বিভক্ত।
অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় এক রাতে ২৫ ছিনতাইকারী গ্রেপ্তার: র্যাব
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর এপিএস আহত
৭৯৯ দিন আগে
বরিশালে অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার
বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ চার বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকরা হলেন রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান।
শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এসময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ১০: অস্ত্র, গুলি ও মাদক জব্দ
অস্ত্র ও গুলিসহ ৪ সন্দেহভাজন রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ আটক
১২০৪ দিন আগে
নড়াইলে দেশীয় অস্ত্রসহ আটক ৪
নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে ঢাল, সড়কি, ভেলা ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ চার জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- ওই গ্রামের কফিলুদ্দিনের ছেলে সুরুজ (৬৫), মৃত ছলেমানর ছেলে দুলাল (৫০), মৃত কাদ্দেছ শেখের ছেলে সাইফার শেখ (৬০) ও রোকন কাজীর ছেলে উতার কাজী (৬০)।
আরও পড়ুন: গাজীপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লোহাগড়া উপজেলার দীননাথপাড়া এলাকাটি বিবাদপূর্ণ এলাকা। শুক্রবার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগড়া থানার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া গ্রাম থেকে চার জনকে আটক করা হয়। এ সময় তাদের দেয়া তথ্য মতে ১৮টি ঢাল, ২২ সড়কি, চার ভেলা উদ্ধার করে পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
১৪৬৩ দিন আগে