ঢাকার বসুন্ধারা
মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার আব্দুর রউফ খাঁন মারা গেছেন
ঢাকা-দক্ষিন পশ্চিম অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টর উপ-আঞ্চলিক কমান্ডার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন মারা গেছেন ।
রবিবার ভোর ৪টার দিকে তিনি ঢাকার বসুন্ধারা আবাসিক এলাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আপন ছোট ভাই শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু।
রেজাউর রহমান খান জানু জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এদিকে, বীর বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ আব্দুর রউফ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও রাজনৈতিক নেতারা।
রবিবার বাদ আসর শিবালয় উপজেলার মালুচী হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বীরমুক্তিযোদ্ধাকে।
৩ বছর আগে